চাঁদপুর ডিএন উচ্চ বিদ্যালয়ে এসএসসি’র ফরম ফিলাপ না নেয়ায় শিক্ষার্থীদের মানবন্ধন

স্টাফ রিপোর্টার :
চাঁদপুর ডিএন উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ করতে না দেয়ায় সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকালে চাঁদপুর শহরের হাজী মহসীন রোডে ডিএন উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা। এসময় ওই সড়ক দিয়ে বিভিন্ন যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচীর খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই কারুজ্জামান ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
জানা যায়, এর আগে গত রোববার সকালেও তারা একই স্থানে প্রথম দফায় এ মানববন্ধন করেন।
মানববন্ধনে অংশ নেয় দশম শ্রেণির ছাত্র হৃদয়, জাকারিয়া, ইমন, মেহেদী, সোহাগ, হাসিব, সাকিল, সানি, নাফি ও বিকাশসহ প্রায় ৪০/৫০ জন শিক্ষার্থী। এসময় তারা অভিযোগ করে বলেন, আমরা আগামি এসএসসি পরীক্ষার জন্য যে টেস্ট পরীক্ষা দিয়েছি, তাতে আমরা দু’এক বিষয়ে ফেল করায় ফাইনাল পরীক্ষার জন্য এখন আমাদের কাছ থেকে ফরম জমা নিচ্ছেন না বিদ্যালয় কর্তৃপক্ষ। অথচ তারা টাকার বিনিময়ে অনেক শিক্ষার্থীর ফরম জমা নিচ্ছেন।
তারা অভিযোগ করে আরো বলেন, বিদ্যালয়ের শিক্ষক উত্তম কুমার দাসের কাছে যারা প্রাইভেট পড়েছেন, তারা প্রত্যেকেই টেস্ট পরীক্ষায় পাস করেছেন। অথচ আমরা যারা তার কাছে প্রাইভেট পড়িনি, তারা সবাই ফেল করেছি।
এ ব্যাপারে ডিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, যারা ফরম জমা নেয়ার জন্য মানববন্ধন করেছেন, তারা একেকজন ৩/৪ বিষয়ে রেজাল্ট খারাপ করেছেন। তাই শিক্ষা অধিদপ্তরের নিয়ম-নীতিতে তাদের ফরম নিতে পারছি না। বিদ্যালয়ের শিক্ষক উত্তম কুমার দাসের প্রসঙ্গে বলেন, তার বিষয়টা আমরা সত্য মিথ্যা যাচাই করে ব্যবস্থা নিবো।
চাঁদপুর মডেল থানার এসআই কামরুজ্জামন জানান, আমি থানা থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে সড়কে যান চলাচল স্বাভাবিক করছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেছেন তারা অনেকেই বিভিন্ন বিষয়ে ফেল করেছেন। তাই শিক্ষার নীতিমালা অনুযায়ী তাদের ফরম নেয়া যাচ্ছে না।