চাঁদপুর দর্পণ সম্পাদকের মামার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার
দৈনিক চাঁদপুর দর্পণের সম্পাদক ও প্রকাশক, চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরীর ছোট মামা গোলাম মোস্তফা সেলিম মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিরøাহে……….রাজেউন)। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, বহু আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল মঙ্গলবাদ সবাল ১১টায় তাঁর নিজ বাড়ি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার অর্জনতলা সিয়া বাড়ি মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, মরহুম গোলাম মোস্তফা সেলিম মিয়া আরটিভি’র স্টাফ রিপোর্টার, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী ও দৈনিক দিনকাল পত্রিকার চাঁদপুর প্রতিনিধি ও চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক মুনির চৌধুরীরও ছোট মামা।