সজীব খান
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাহী প্রকৌশলী শাহ মো. আলমগীর কবীর ১৫ দিনের প্রশিক্ষণে থাইল্যান্ড গিয়েছেন। গত ২৩ সেপ্টেম্বর তিনি থাইল্যান্ড যান। পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য সঠিকভাবে প্রশিক্ষণ শেষ করে কর্মস্থলে ফিরে আসার জন্য তিনি চাঁদপুরসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
শাহ মো. আলমগীর কবীর ১৯৯৪ সালের ৯ সেপ্টেম্বর বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শেষ করে পল্লী বিদ্যুৎ সমিতিতে যোগদান করেন। চাঁদপুরে যোগদানের আগে তিনি নরসিংদী, সিলেট, গাজীপুর, মুন্সীগঞ্জ, হেডকোয়ার্টার, শরীয়তপুর ও মাদারীপুরে চাকরি করেন। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার রতখোলা গ্রামের বাসিন্দা। মরহুম শাহ মো. শাহাবুদ্দীন ও মরহুমা হোছনেয়ারা বেগমের তৃতীয় ছেলে শাহ মো. আলমগীর কবীর। তিনি ২ ছেলের জনক।
নির্বাহী প্রকৌশলী শাহ মো. আলমগীর কবীর চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে যোগদানের পর থেকে সব গ্রাহকদের সঠিক সেবা নিশ্চিত করে আসছেন। গ্রাহকরা যাতে কোনভাবে হয়রানি না হয় সেদিকে খেয়াল রেখেই তিনি কাজ করছেন। বর্তমান সরকার যেভাবে পল্লী বিদ্যুতের গ্রাহকদের সেবার মান শতভাগ নিশ্চিত করার ঘোষণা দিয়েছে সে লক্ষ্যেই তিনি কাজ করে যাচ্ছেন।
০২ অক্টোবর, ২০১৯।