চাঁদপুর পৌরসভার এলআইইউপিসির র‌্যালি ও আলোচনা সভা

আন্তর্জাতিক নারী দিবসে

স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চাঁদপুর পৌরসভার এলআইইউপিসির আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ নাছির উদ্দিন আহমেদের নেতৃত্বে চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণ র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবে এসে শেষ হয়।
‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর পৌরসভার জেন্ডার কমিটির আহ্বায়ক কাউন্সিলর আয়েশা রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন এ সময় আরো বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া, কাউন্সিলর ফরিদা ইলিয়াছ।
স্বাগত বক্তব্য রাখেন টাউন ম্যানেজার আব্দুল হান্নান, সিডিসি সদস্য নাজমা আক্তার, মেহেরুন নিকা, হাসিনা আক্তার, আফরোজা বেগম, রুবি আক্তার, নুরুন্নাহার, ক্লাস্টার সহ-সভাপতি বিউটি বেগম। অনুষ্ঠান পরিচালনা করেন চন্দনাথ ঘোষ চন্দন। শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন শামসুন নাহার ও গীতা পাঠ করেন লিটন দাস।
বক্তারা বলেন, বেগম রোকেয়া নারীদের শিক্ষার আলো দেখিয়েছেন। বেগম রোকেয়া আজকে আমাদের মাঝে আর নেই। কিন্তু তার দেখানো মতে নারীরা এগিয়ে যাচ্ছে। বেগম রোকেয়া নারীদেরকে অন্ধকার জগৎ থেকে আলোতে এনেছেন। নারীরা এক সময় ঘরে বন্দি থাকতে হতে। বেগম রোকেয়া তাদেরকে আলোর পথ দেখিয়েছেন। আমরা বেগম রোকেয়ার আদর্শে সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছি।
আজ ৮ মার্চ নারী দিবস। এর আদি নাম ছিল কর্মজীবী নারী দিবস। নারীরা কখনো মা, স্ত্রী আবার কন্যা। নারীরা নানা ঘাত প্রতিঘাত উপেক্ষা করে চলে। আমরা নারীরা সবকিছুই পারি। বর্তমানে নারী-পুরুষের সমান অধিকার। তবে পুরুষ ছাড়া নারী চলতে পারে না। প্রধানমন্ত্রী নারীদের নিয়ে কাজ করছেন। আমরা একসময় চার দেয়ালে বন্দি ছিলাম। এখন অনেক কিছু শিখেছি। নারীরা এখন আর অবহেলিত নয়।