স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ও ৪নং ওয়ার্ডের সাবেক কমিশনার প্রবীণ আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মজু বেপারী বার্ধক্যজনিত নানা রোগে গত ক’দিন ধরে শয্যাশায়ী।
তাকে দেখতে চাঁদপুর সরকারি হাসপাতালে যান কেন্দ্রিয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। তিনি গতকাল বিকেলে অসুস্থ মজু বেপারীকে দেখতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ভালো হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। এতে সুজিত রায় নন্দী সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিজি, শহর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. দেবাশীষ কর মধু, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এস এম জয়নাল আবেদীন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শেখ শরিফ আহমেদ, সদস্য সুজন সরকার, তিমির নাহা, বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান সুমন, ছাত্রনেতা ইকবাল হোসেন, সুমন গাজি, যুবলীগ নেতা জাহিদুল ইসলামসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
- Home
- প্রথম পাতা
- চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান মজু বেপারীর শয্যা পাশে সুজিত রায় নন্দী