চাঁদপুর পৌরসভার সড়ক সংস্কার কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার :
চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ নাছির উদ্দিন আহমেদের প্রতিশ্রুতি অনুযায়ী বিপণীবাগ বাজার, নাজির পাড়া, ছৈয়াল বাড়ি মরহুম আ. করিম পাটওয়ারী সড়ক ও মিশন রোডের সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। ৬৩ লাখ টাকা ব্যায়ে বিপণীবাগ বাজার, নাজির পাড়া, ছৈয়াল বাড়ি মওহুম আ. করিম পাটওয়ারী সড়ক ও মিশন রোডের সড়কে ৭৫ মিটার আরসিসি এবং ১ হাজার ৪শ’ ৬৮ মিটার পিজ ঢালাই করা হবে। গতকাল বুধবার সকাল ৯টায় বিপণীবাগ বাজার ও নাজির পাড়া মোড়ে এ কাজের উদ্বোধন করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ নাছির উদ্দিন আহমেদ, কাজের ঠিকাদার ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ মো. তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক কামাল উদ্দিন পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার সচিব মো. আবুল কালাম ভূঁইয়া, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জিএম শহীন, সাবেক সভাপতি শহীদ পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, পৌর কর্মচারী সংসদের সভাপতি আ. রশিদ সর্দার, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. বিল্লাল হোসেন মাঝি, ১২নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি, উপ-সহকারী প্রকৌশলী মো. নুরুল আমিন প্রমুখ।
সংস্কার কাজের উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর সরকারি কলেজ মসজিদের পেস ইমাম আলহাজ মাও. মো. নিজামুল হক।