স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডে ৩ কোটি টাকা ব্যয়ে দু’টি রাস্তা ৪ কিলোমিটার সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ওয়ার্ডের শেখেরহাট বাজারে উদ্বোধনের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আপনারা লক্ষ্য রাখবেন যাতে কাজে কেউ কোন সমস্যা করতে না পারে। এ কাজ আপনাদের। যে কোন কাজের সাথে সাধারণ জনগণকে যদি সম্পৃক্ত করা না যায় তাহলে সে কাজটা টেকসই হয় না। সব এলাকার সাধারণ মানুষের সাথে আমাদের নীবিড় সম্পর্ক রয়েছে। আমরা সব মানুষকে নিয়ে কাজ করতে চাই এবং করে থাকি। জনগণের জীবন-মান উন্নত করার জন্যই আমাদের এই প্রয়াশ।
তিনি বলেন, শেখের হাটবাসীর দাবি শেখের হাটের ব্রিজ নির্মাণ করা। শেখের হাটের মানুষের দাবি পূরণে এ বছরই ব্রিজ নির্মাণ করবো, ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ পরিচালনায় আজ কেউ না খেয়ে থাকে না। সকলের খাদ্য নিরাপত্তা এবং জীবনমান উন্নত হয়েছে। মানুষের সেবার মূল্য বেড়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমানে একজন মানুষ ৬/৮ ঘণ্টা কাজ করলে ৫শ’ টাকা মজুরি পায়। আমাদের সংসদ সদস্য শিক্ষামন্ত্রীর স্বামী দীর্ঘদিন ব্রেন হেমারিজ হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। তার উন্নত চিকিৎসার জন্য ভারতের মোম্বাইয়ে চিকিৎসাধীন রয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন।
সভাপতির বক্তব্যে ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর মো. আলমগীর গাজী বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রী শেখে হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের শিখড়ে পৌঁছে যাচ্ছে। আপনারা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আমাদের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী অসুস্থ। তার জন্য সবাই দোয়া করবেন, তিনি যেন দ্রুত সুস্থ হন। আমরা পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহম্মেদের দীর্ঘায়ু কামনা করি। যাতে তিনি সুস্থ থেকে পৌরবাসীর সেবা করে যেতে পারেন।
১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. সুলতানের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী এএইচএম শামসুদ্দোহা, সাবেক ব্যাংকার হাসান আলী ভূঁইয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর তালুকদার, এলাকাবাসী ফারুক খান প্রমুখ।
সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শেখের হাট মসজিদের ইমাম হাফেজ মো. আক্তার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. নূরুল ইসলাম নান্নু, চাঁদপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো. নুরুল আমিন, সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস ছামাদ টুনু, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ফোরকান উদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোবারক গাজী, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. কাকন গাজীসহ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও এলাকাবাসী।
উল্লেখ্য, চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডের শেখেরহাট বাজার থেকে শুরু হয়ে এনায়েত নগর, মীর্জাপুর, পালকান্দি, খুলিশাডুলী, মাজার রোড পর্যন্ত আড়াই কিলোমিটার সড়ক নির্মাণ এবং শেখেরহাট থেকে দক্ষিণ তরপুরচন্ডী, মুন্সিবাড়ি, ওয়ারলেস মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক পুনঃনির্মাণ করা হবে। এ দু’টি সড়কের ৪ কিলোমিটার কাজে প্রায় ৩ কোটি টাকা ব্যয় করা হবে।
২৪ আগস্ট, ২০১৯।