চাঁদপুর পৌরসভা নগর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

সেবাপ্রার্থীরা যাতে হয়রানির শিকার না হয়
……পৌর প্রশাসক একরামুল ছিদ্দিক

স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভার নগর সমন্বয় কমিটি (টিএলসিসি) সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকালে পৌর সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক একরামুল ছিদ্দিক।
তিনি তার বক্তব্যে বলেন, আমি একটা জাহাজ নিয়ে নেমেছি। পানিতে জাহাজ দোল খাচ্ছে, এক সময় তা তীরে ভিড়বে। সবাইকে সাথে নিয়ে পৌর এলাকায় কাজ শুরু করা হয়েছে। আমি প্রথমে প্রকৌশলীকে নিয়ে সড়কের সমস্যা ঘুরে দেখতে গিয়েছি। বিশেষ করে পুরানবাজার লোহার পুল, করিম পাটোয়ারী সড়ক ও ট্রাক রোড।
তিনি আরো বলেন, রঘুনাথপুরে কবরস্থান দখল করার কথা জানতে পেরে রাতেই দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তা রক্ষা করেছি। আমরা খোলা মনে কাজ করতে চাই। আমি আমজনতার কথা শুনতে প্রস্তুত। অনেকেই বিভিন্ন কাজের ছবি ভিডিও আমাকে ম্যাসেজ দিচ্ছে। আমাকে প্রতিদিন বিচার কার্য পরিচালনা করতে হয়। তারপর আবার পৌরসভায় কাজ করতে আসতে হয়। আমি সবার কথা শুনি। সেজন্য আমি চাঁদপুর পৌরসভায় একটা গ্রুপ খুলেছি। যত রাত হোক আমাকে কল দিয়ে অভিযোগ শুনবো। চাঁদপুর পৌরসভা অরক্ষিত, তাই প্রধান ফটকের গেট জরুরি। তা সহসাই লাগানো হবে। আমি দায়িত্ব নেয়ার সময় পৌরসভা ধংসযজ্ঞ ছিল। নাগরিকদের সেবা দিতে আমি দ্রুত ব্যবস্থাগ্রহণ করেছি। যেমন নাগরিক সনদ, জন্ম নিবন্ধন, ওয়ারিশ সনদ- এগুলোর গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছি। স্টাফদের এলার্ট করা হয়েছে- যেন কেউ হয়রানির শিকার না হয়। জনপ্রতিনিধিদের বলা হয়েছে- আমি অনেককেই চিনি না, তাই আপনারা যারা জনপ্রতিনিধি আছেন তারা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন।
পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূইয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার নগর সমন্বয় কমিটির সদস্য তমাল কুমার ঘোষ, কাজী শাহাদাত, ডা. মোস্তাফিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা আজহারুল ইসলাম, সেলিম পাটোয়ারী, প্রকৌশলী সামসুদ্দোহা, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, রাজিব শর্মা, রাধা গোবিন্দ গোপ, শহর পরিকল্পনাবিদ সাজ্জাদ হোসেন, রূপালী চম্পক, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি নাজমা আলম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, লোহারপুল থেকে নিতাইগঞ্জ পর্যন্ত রাস্তায় বহু গর্তের সৃষ্টি হয়েছে তাতে ঝুঁকি বেড়েছে। চাঁদপুর পৌরসভায় ৩৬টি পূজা অনুষ্ঠিত হবে। বিসর্জনের জন্য পৌরসভা থেকে ঘাট সংস্কার করা হয়। চাঁদপুর পৌরসভার থেকে সড়ক প্রশস্তকরণের উদ্যোগ নেয়া হয়েছে। কিন্তু বিটি রোডে এক প্রভাবশালী তার দোকান তিন ফুট রাস্তায় নিয়ে এসেছে। চাঁদপুরকে নান্দনিক করার কাজ চলছে। ট্রাক রোডের কাজ শুরু হয়েছে সেজন্য বিকল্প সড়ক ব্যবহার করা প্রয়োজন। সড়ক মেরামতের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে দোকান ঘরের রাস্তার কাজ সম্পন্ন হয়েছে। তাছাড়া মরহুম করিম পাটোয়ারী সড়কের কাজ চলছে। ট্রাক রোডের শুরু হয়েছে। ব্যাংক কলোনীতে ড্রেনের কাজ করা হচ্ছে। আইডব্লিউটিএর মোড়ে পিডিবির ট্রান্সফর্মারের সমস্যা থাকার কারণে পৌরসভা থেকে বিদ্যুতের বাল্ব লাগানোর পর তা কেটে যায়।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার নগর সমন্বয় কমিটির সদস্য বেবি সাহা, কাউন্সিলর ইউনুস সোয়েব, সাইফুল ইসলাম, ফেরদৌসী আক্তার, আয়শা রহমান, আয়শা বেগম ও চান মিয়া মাঝিসহ আরো অনেকে।

২৪ সেপ্টেম্বর, ২০২৪।