চাঁদপুর পৌর আ.লীগের নিন্দা

প্রেস বিজ্ঞপ্তি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চাঁদপুর পৌর আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক, চাঁদপুর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ৪নং ওয়ার্ডের ৩নং বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা বাবুকে গত ৩১ ডিসেম্বর রাত ১০টায় দুর্বৃত্তরা রাতের আঁধারে অতর্কিত হামলা চালায়। হামলায় তার মাথায় রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয় লোকজন তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে গোলাম মোস্তফা বাবু হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে তার উপর অতর্কিত হামলার প্রতিবাদে তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন চাঁদপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুলসহ পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ গোলাম মোস্তফা বাবুর উপর যারা হামলা করেছেন তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানান।