চাঁদপুর পৌর আ.লীগের বিশেষ সভা


স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌর ও ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠনকল্পে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ। তিনি বলেন, অতিদ্রুত পৌর ১৫টি ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন সম্পন করতে হবে। সবাইকে দলের নির্দেশ মান্য করতে হবে।
পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুলের পরিচালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আলহাজ আবুল কাশেম গাজী, নূরুল ইসলাম নুরু, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু দেওয়ান, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. দেবাশীষ কর মধু, কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. আমির উদ্দিন ভূঁইয়া মন্টু, প্রচার ও দপ্তর সম্পাদক এমরান হোসেন সেলিম, শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সদস্য রেজওয়ানুর রিজু পাটওয়ারী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. কবির পাটওয়ারী, ক্রীড়া সম্পাদক গোলাম মোস্তফা বাবু, ত্রাণ ও সম্পাদকল্যাণ সম্পাদক মনজুর জিলানী, সদস্য অ্যাড. সাইফুদ্দিন বাবু, বাবুল পাটওয়ারী, নাছির উদ্দিন খান, আ. ছাত্তর, মাহবুব খান, রঞ্জিত, আবুল কালাম, সাহাদাত হোসেন প্রমুখ।
সভায় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু কামনা এবং পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুলের সহধর্মিণীর সুস্থতা কামনায় দোয়া করা হয়।

২৯ সেপ্টেম্বর, ২০১৯।