মুসাদ্দেক আল আকিব
চাঁদপুরে পৌর ঈদগাহ মাঠে শনিবার (২২ জুন) থেকে শুরু হওয়া মাসব্যাপী জামদানী শিল্প বাণিজ্য মেলা আয়োজন নিয়ে আলেম সমাজের মাঝে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।
যৌথ এক মৌখিক বিবৃতিতে চাঁদপুরের আলেম মুফতি সিরাজুল ইসলাম, মুফতি তোহা খান, মুফতি লেয়াকত হোসাইন ও মুফতি মাহবুবর রহমানসহ বেশ ক’জন আলেম বলেন, মসজিদকে যেমনি পবিত্র রাখতে হয় এবং সম্মান করতে হয়, ঠিক ঈদগাহকেও তেমনি পবিত্র রাখা এবং সম্মান করতে হয়। বাণিজ্য মেলা আয়োজন ব্যবসা প্রসারের একটি মহৎ উদ্যোগ। তবে যেহেতু এটি পৌর ঈদগাহ, তাই পবিত্রতা রক্ষার্থে এই মাঠের পরিবর্তে অন্য যে কোনো মাঠে মেলা আয়োজন করা যেতে পারতো। এ বিষয়ে আলোচনার জন্যে আলেমদের একটি প্রতিনিধি দল চাঁদপুর পৌর মেয়রের সাথে সাক্ষাৎ করতে যান। কিন্তু সাক্ষাৎ না পাওয়ায় বিষয়টি নিয়ে কোনো আলোচনা করা যায়নি।
বিবৃতিতে ওলামারা আরো বলেন, এ ধরণের মেলায় ইতোপূর্বে নানা ধরনের আপত্তিকর ও অশ্লীল অপসংস্কৃতির আয়োজন হতে দেখা গেছে। তাই ঈদগাহ মাঠের পবিত্রতা রক্ষার্থে মেলাটি অন্যত্র স্থানান্তর করার জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থাগ্রহণ করবেন বলে প্রত্যাশা করে চাঁদপুরের আলেম সমাজ।
এদিকে বাণিজ্য মেলা উপলক্ষে ইতোমধ্যে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এবং চাঁদপুর পৌরসভার অনুমতিসহ সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মেলায় আয়োজক কমিটির প্রতিনিধি আব্দুর রহমান সোহাগ ও মো. শিপন জানান, জামদানী এসোসিয়েশন ইন্ডাস্ট্রির আয়োজনে দেশের বিভিন্ন জেলায় তারা এই মেলা আয়োজন করে থাকেন। তারই অংশ হিসেবে ইলিশের শহর নামে খ্যাত চাঁদপুরের মেলার আয়োজন করা হয়েছে।
এবারের মেলায় দেশীয় গার্মেটস পণ্য, দেশী শাড়ি, খেলনা, কসমেটিকসসহ বিভিন্ন পণ্যের ৫৯টি দোকান স্থান পাবে। এছাড়া মেলার সোন্দর্য বৃদ্ধিতে দৃষ্টিনন্দন আলোকসজ্জা, রং-বেরংয়ের বৈদ্যুতিক বাতি লাগানো হবে। মেলা মাঠের ভেতরে শিশুদের জন্যে ইলেক্ট্রিক ট্রেন, ঘোড়া ও নৌকা স্থাপন করা হবে।
ঈদগাহের জন্য ওয়াকফকৃত জমিতে এসব খেলাধুলা বা এমন আচার-অনুষ্ঠান কায়েম করা ইসলামী শরীয়তের দৃষ্টিতে কতটুকু সংগতিপূর্ণ? এমন এক প্রশ্নের জবাবে ঢাকা বসুন্ধরার ইসলামিক রিসার্চ সেন্টার ফাতওয়া বিভাগ থেকে বলা হয়েছে, ঈদগাহের জন্য ওয়াকফকৃত জমিতে দুই ঈদের নামাজ ও দ্বীনি কাজকর্ম ছাড়া অন্য কোনো কাজ যেমন খেলাধুলা, ইবাদাত বহির্ভূত সামাজিক আচার-অনুষ্ঠান আয়োজন করা জায়েয নেই। সুতরাং ঈদগাহকে খেলাধুলা এবং ইবাদাত বহির্ভূত সামাজিক কর্মকা- থেকে মুক্ত রাখা আবশ্যক। (রাদ্দুল মুহতার ১/৩৫৭, আল বাহরুর রায়েক ৫/৪১৭, ফাতাওয়ায়ে দারুল উলূম দেওবন্দ ৪/১২২)।
- Home
- প্রথম পাতা
- চাঁদপুর পৌর ঈদগাহ মাঠে মেলা আয়োজন নিয়ে আলেম সমাজের প্রতিক্রিয়া