চাঁদপুর পৌর মেয়রের দায়িত্ব নেয়ার প্রথম দিন

সজীব খান

চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েল শপথগ্রহণের পর রোববার (২৫ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। ফলে রোববার থেকে তিনি চাঁদপুর পৌরসভার নতুন মেয়র হিসেবে চেয়ারে বসেছেন।

জিল্লুর রহমান জুয়েল চাঁদপুর পৌরসভার নির্বাচনের অংশ নিয়ে পৌরবাসীকে যে স্বপ্ন দেখিয়েছেন তা বাস্তবায়নের পথ রোববার থেকে শুরু হয়েছে। চাঁদপুর পৌরসভার রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, পৌরসভার বিভিন্ন স্থানে স্ট্রিটলাইট স্থাপনসহ নানা প্রতিশ্রুতির বাস্তবায়নের পথ সুদূর করার প্রত্যয় শুরু হয়েছে।

রোববার সদ্যবিদায়ী পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ পৌরসভায় উপস্থিত হয়ে নবনির্বাচিত মেয়রকে দায়িত্ব বুঝিয়ে দেন। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দায়িত্বগ্রহণের পর নতুন মেয়র সবাইকে মিষ্টি মুখ করান। এ সময় তিনি পৌরসভাকে জনগণের সেবায় বিলিয়ে দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

চাঁদপুর পৌরসভার নতুন মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল নির্বাচনের আগে সব সিন্ডিকেট ভেঙে নিজের মত করে পৌরসভাকে সাজানোর যে ঘোষণা দিয়েছেন, তা বাস্তবায়নের পথ শুরু তাঁর। চাঁদপুর পৌরসভাকে যানজট মুক্ত করার জন্য উপস্থিত সবাই নতুন দায়িত্ব নেওয়া মেয়রের দৃষ্টি কামনা করেছেন। বিশেষ করে চাঁদপুর পৌরসভায় কালিবাড়ি, শপথ চত্বর, পালের বাজার, চাঁদপুর জর্জকোট, বাসস্ট্যান্ড এলাকায় যানজটমুক্ত করতে নতুন করে পদক্ষেপ নেয়ার জন্য নতুন মেয়রের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

জিল্লুর রহমান জুয়েল চাঁদপুর পৌরসভার মেয়রের দায়িত্ব নেওয়ার পর চাঁদপুরের বিভিন্ন স্থানে পৌরবাসীর সাথে আলাপকালে তারা জানান, তারুণ্যের অহংকার জিল্লুর রহমান জুয়েল চাঁদপুরের উন্নয়নের রুপকার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির মাধ্যমে চাঁদপুর পৌরসভাকে আধুনিক মানের করবেন বলে তাদের বিশ্বাস। এছাড়া পৌরসভায় গিয়ে যাতে কোন মানুষ হয়রানির শিকার না হয় সেদিকে বেশি দৃষ্টি রাখার অনুরোধ করেন তারা। চাঁদপুর পৌরসভার নাগরিক সেবা শতভাগ নিশ্চিত করবেন বলে সবাই প্রত্যাশা করেছেন।

উল্লেখ্য, গত শনিবার বেলা সাড়ে ১১টায় চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে শপথ পাঠের মাধ্যমে অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েলের চাঁদপুর পৌরসভার মেয়র হিসেবে পথচলা শুরু হয়। অনুষ্ঠানে ১৫ জন সাধারণ আসনের কাউন্সিলর ও ৫ জন সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলরও শপথ নেন।

২৬ অক্টোবর, ২০২০।