চাঁদপুর পৌর যুবদলের আহ্বায়ক কমিটির পরিচিতি ও সাধারণ সভা

আজকের যুবদল আগামি দিনের বিএনপি
………শেখ ফরিদ আহমেদ মানিক

এস এম সোহেল
চাঁদপুর পৌর যুবদলের আহ্বায়ক কমিটির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) চাঁদপুর প্রেসক্লাবের ২য় তলায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, আজকের যুবদল আগামি দিনের বিএনপি। আগামি দিনের কমিটি নবীন এবং প্রবীণদের সমন্বয়ে হবে। আগামিদের যুবদল হবে কেন্দ্র ঘোষিত প্রোগ্রামে অংশ নেয়াদের দিয়ে। আগে পুলিশ নেতাকর্মীদের খুঁজে বের করতে কষ্ট হতো। আর এখন তাদের কষ্ট হয় না, কারণ যারা পদ-পদবি পায় তারা সবার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিয়ে জানান দেয়। আগামি দিনের আন্দোলনের ভ্যানগার্ড হবে যুবদল। আগামি বৃহস্পতিবারের মধ্যে পৌর ১৫টি ওয়ার্ড কমিটি গঠন করতে হবে। স্বৈরাচার সরকার পতনে আগামি কমিটি কঠোর ভূমিকা রাখতে হবে। সেই কমিটি গঠন করতে হবে। বিএনপি হলো আস্থার জায়গা। যারা বিএনপিতে আসবে তারা মৃত্যু পর্যন্ত বিএনপি করবে। যারা কমিটি থেকে বাদ পড়েছে তাদের সংযোজন করতে হবে। দল করার জন্য এখনো অনেক লোক আছে। বেগম জিয়ার এবং তারেক জিয়ার সৈনিকরা কখনো দল পরিবর্তন করে না।
চাঁদপুর পৌর যুবদলের আহ্বায়ক মো. শাহাজাহান কবির খোকার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. সেলিম উল্যাহ সলিম, মাহাবুব আনোয়ার বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুর, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেওয়ান মো. সফিকুজ্জামান, মুনির চৌধুরী, কাজী গোলাম মোস্তফা, আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহাজালাল মিশন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক। বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কামাল পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার।
চাঁদপুর পৌর সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক হাওলাদার ও যুগ্ম আহ্বায়ক মো. হিরণ মাঝি, কাইয়ুম খানের যৌথ পরিচালনায় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সারোয়ার হোসেন গাজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নজু, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ আলম রবিন, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক জিয়া প্রধানিয়া, কামরুল ইসলাম সোহেল গাজী, মো. সুমন বেপারী, মো. মনির হাওলাদার, মো. সোহাগ খান, মো. কবির খান।
ওয়ার্ড নেতৃবৃন্দর মধ্যে বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি জাহাঙ্গীর মুন্সি, ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবু কালাম, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি চুন্নু মিয়া খান, ৪নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি শিমুল বিশ্বাস তালুকদার, ৬নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি সেলিম গাজী, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. রিপন মাল, সদস্য মো. আলমগীর শেখ, ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. লিটন মোল্লা, ৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন খান, ১০নং ওয়ার্ড যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বেপারী, ১১নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. ইকবাল হোসেন, ১২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. স্বপন মিয়াজী, ১৩নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বরকন্দাজ, ১৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. মনির হোসেন খান, সাধারণ সম্পাদক হান্নান বেপারী, ১৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি আল আমিন খান, সাধারণ সম্পাদক ওমর ফারুক গাজী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের সাবেক মীর আনোয়ার হোসেন বাচ্চু, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, মো. শাকিল আহমেদসহ পৌর যুবদল ও ১৫টি ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ।
২৪ জানুয়ারি, ২০২১।