চাঁদপুর পৌর যুব মহিলা লীগের কমিটি গঠনকল্পে কর্মী সমাবেশ

স্টাফ রিপোর্টার :
সাবেক প্রধানমন্ত্রী মরহুম জননেতা মিজানুর রহমান চৌধুরীর বাড়িতে বাংলাদেশ যুব মহিলা লীগ চাঁদপুর পৌর শাখার কমিটি গঠনকল্পে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও আহ্বায়ক কমিটির নাম ঘোষইা করেন বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রিয় সহ-সভাপতি পারভীন খায়ের।
চাঁদপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ও কাউন্সিলর ফরিদা ইলিয়াছের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারহানা ইমন রুমার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ যুব মহিলা লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক আসমা আক্তার রুনা, সদস্য নাজমুন নাহার মুক্তি, সদস্য মুন্নি ইউসুফ।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাহার বেগম, সাংগঠনিক সম্পাদক নাজমা আলমসহ পৌর ও ওয়ার্ড যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।
নব গঠিত পৌর যুব মহিলা লীগের আহ্বায়ক কমিটির সদস্যরা হলোঃ আহ্বায়ক জাহানারা চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক হাফসা আক্তার মুক্তা ও যুগ্ম-আহ্বায়ক রোকসানা আক্তার।
সমাবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী মরহুম জননেতা মিজানুর রহমান চৌধুরীর কবর জিয়ারত করেন যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।