চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ড ছাত্রলীগের পরিচিতি সভা

দেশ শত্রুমুক্ত করতে ৩০ হাজার ছাত্রলীগ নেতাকর্মী জীবন দিয়েছে
..অ্যাড. জিল্লুর রহমান জুয়েল

এস এম সোহেল
চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ড ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৪টায় শহরের উপজেলা পরিষদ মিলনায়তনে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমানে চাঁদপুর জেলা ছাত্রলীগের সব ইউনিট অনেক শক্তিশালী। আমরা সাবেক বর্তমান সবাই সব সময়ই ছাত্রলীগ। খুব কঠিন ক্রান্তিলগ্নে ছাত্রলীগের জন্ম হয়েছিলো। পরাধীন ভূখণ্ডকে রক্ষা করতে সেদিন ছাত্রলীগ প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছিলো। এ দেশকে শত্রুমুক্ত করতে ছাত্রলীগের সুশিক্ষিত প্রায় ৩০ হাজার নেতাকর্মী নিজের তাজা জীবন বিলিয়ে দিয়েছে। বর্তমানে সেই গর্বিত ছাত্রলীগকে কলুষিত করতে কিছু অনুপ্রবেশকারী উঠে পরে লেগেছে। একজন মেধাবী ছাত্রকে একটি স্ট্যাটাস দেয়ার অপরাধে ছাত্রলীগের পদ ব্যবহার করে যারা ন্যাক্কারজনক হত্যাকা- ঘটিয়েছে তাদের ধিক্কার জানাই ও তাদের কঠিন শাস্তি দাবি জানাচ্ছি।
কিন্তু লক্ষ্যনীয় বিষয় হলো যারা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তাদের তাৎক্ষণিক ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, তারা সবাই আটক রয়েছে। তারপরও শিবিরের ব্যানারে সারা দেশে বিক্ষোভ হয়েছে। এর কারণ কি? নিশ্চই দেশকে অস্থিতিশীল করতে এখানে অন্য কারো ইন্দন রয়েছে।
তিনি বলেন, ছাত্রলীগের ভালো কাজের কথা প্রচার হয় না, খারাপটাই বেশি প্রচার হয়। কিছুদিন আগে একটি ওয়ার্ডে ছাত্রলীগের নেতৃত্বে একটি রাস্তা মেরামত হলো। যেখানে মানুষ চলাচল করতে দুর্ভোগ পোহাচ্ছিলো। কিন্তু এ সংবাদটি কোথাও প্রচার হয়নি। সতর্ক থাকতে হবে ছাত্রলীগের সুনাম নষ্ট করতে ষড়যন্ত্র হচ্ছে। অনুপ্রবেশকারীরা সংগঠনের বদনাম করছে। চাঁদপুর জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগের শাসনামলে কোন গুরুতর অভিযোগ নেই। এর কারণ, সঠিক নেতৃত্ব। আমাদের শক্ত নেতৃত্ব তৈরি করতে হবে।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মো. মোতালেব।
১৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি কাকন গাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রাসেল খানের পরিচালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ান, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটওয়ারী, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন গাজী, জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিন মিজি, পৌর যুবলীগের সদস্য অ্যাড. কবির চৌধুরী, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর গাজী, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ফজলু, ওয়ার্ড যুবলীগ সভাপতি আবুল কাসেম গাজী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সেলিম গাজী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোবারক গাজী প্রমুখ।

১৩ অক্টোবর, ২০১৯।