সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে
এস এম সোহেল :
চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে আক্কাছ আলী রেলওয়ে একাডেমী বিদ্যালয়ে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ ঘোষ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, সহ-সভাপতি হাজি আবুল কাশেম গাজী, সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন বাচ্চু পাটওয়ারী, শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু মাঝি, দপ্তর সম্পাদক এমরান হোসেন সেলিম, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. দেবাশীষ কর মধু।
ওয়ার্ড আ.লীগের সভাপতি মো. আঃ রহিম গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. গোলাম হোসেন জুয়েলের পরিচালনায় বক্তব্য রাখেন রেলওয়ে শ্রমিকলীগের সভাপতি মো. মাহাবুবুর রহমান, ওয়ার্ড আ.লীগের ওয়ার্ড সহ-সভাপতি দেলওয়ার হোসেন দেলু দর্জি, জয়নাল মাল, সেলিম বেপারী, মাঈনুদ্দিন মিজি, আলী সিকদার, সহ-সাধারণ সম্পাদক আমির হোসেন বেপারী, মালেক মোল্লা, সাংগঠনিক সম্পাদক শরীফ বন্দুকসী, সালম মোল্লা, প্রচার সম্পাদক মিন্টু পাটওয়ারী, সহ-প্রচার সম্পাদক শাহজালাল, দপ্তর সম্পাদক ইসমাইল পাটওয়ারী, সহ-দপ্তর সম্পাদক নাছির মোল্লা, কোষাদক্ষ্য দ্বীন ইসলাম, আইন বিষয়ক সম্পাদক শাহ আলম মল্লিক, কৃষি বিষয়ক সম্পাদক হারুনুর রশীদ (খোকা), তথ্য ও গভেষণা বিষয়ক সম্পাদক ইউসুফ বন্দুকসী, ধর্ম বিষয়ক সম্পাদক ডা. দেলওয়ার হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মামুন খান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোসাম্মৎ জাহানারা বেগম, মহিলা বিষয়ক সম্পাদক মোসাম্মৎ তাসলিমা আক্তার, মুক্তিযোদ্ধা সম্পাদক কাদির ডাক্তার, যুব ও ক্রীড়া সম্পাদক মাহফুজুর রহমান (মোনা), শিক্ষা বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল (শুভ), শ্রম বিষয়ক সম্পাদক গোলাম মর্তুজা, সাংস্কৃতিক সম্পাদক চন্দন কুমার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সোবাহান সরদার, সদস্য শহিদ খান, শওকত আলী সরু খান, মুকবুল বেপারী, আলমাস ফকির, হাসেম ভান্ডরী, জাকির মোল্লা, আনিসুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। মাদকসেবক-বিক্রেতা, রাষ্ট্রবিরোধী ও রাজাকারদের কোনভাবে যেন সদস্য হতে না পারে সেদিকে বিশেষ নজর রাখতে হবে। জাতির জনকের সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ মানুষের দল। এই দল ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়, মানুষের উন্নয়ন হয়।