সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে
এস এম সোহেল :
চাঁদপুর পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে গণি মডেল উচ্চ বিদ্যালয়ে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হানিফ পাটওয়ারী।
প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য রাধা গোবিন্দ গোপ। দিকনির্দেশনা মূলক এবং উপস্থিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল।
ওয়ার্ড আ.লীগের সভাপতি বদিউজ্জামান বদুর সভাপতিত্বে এবং পৌর আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আ.লীগের সহ-সভাপতি হাজি আবুল কাশেম গাজী, সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন বাচ্চু পাটওয়ারী, ছাব্বির হোসেন মন্টু দেওয়ান, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. দেবাশীষ কর মধু, দপ্তর সম্পাদক এমরান হোসেন সেলিম, জেলা শ্রমিক লীগের সভাপতি মাহবুবুর রহমান, পৌর কৃষক লীগের সভাপতি আ. কুদ্দুছ খান। স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক আনোয়র হোসেন বাদশা।
এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আ.লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য জিতু বেপারী, শামছুল হক পাটওয়ারী, ইব্রাহিম পাটওয়ারী, জাহাঙ্গীর পাটওয়ারী, রাজ্জাক কাজী, হারুনুর রশীদ মিজি, সফর উদ্দিন মাস্টার, খুরশেদ আলম ভূঁইয়া, বাদশা ভূঁইয়া, লাল মিয়া খলিফা, আলহাজ লোকমান গাজী, মন্নান বেপারী, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মো. আবুল বাশার বেপারী, আলহাজ আব্দুর রাজ্জাক মোল্লা, মীর হাবিবুর রহমান, অ্যাড. লক্ষ্মী রানী দত্ত, প্রদীপ কুমার দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মমিন দেওয়ান, মধুসূধন চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন দুদু মাতাব্বর, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মো. শাহাজাদা, কৃষি বিষয়ক সম্পাদক মো. দুলাল পাটওয়ারী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রুহুল আমিন গাজী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. আন্নাছ খা, দপ্তর সম্পাদক শেখ মো. হারুন অর রশীদ, সহ-দপ্তর সম্পাদক জসিম উদ্দিস খান, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মো. মাহবুবুর রহমান বেপারী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাজেশ কুমার লোধ (রুনু), সহ-পুচার অমর সাহা, বন ও পরিবেশ সম্পাদক মো. মুছলিম শেখ, বিজ্ঞান ও প্রযুক্তি আবুল বাশার মাঝি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আ. মান্নান মিয়া, যুব ও ক্রীড়া সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান পাটওয়ারী, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক অ্যাড. দিপালী রানী ভৌমিক, শ্রম বিষয়ক সম্পাদক মো. ইদ্রিস গাজী, সংস্কৃতিক সম্পাদক উত্তম কুমার সাহা, কোষাধ্যক্ষ মো. শাহ আলম তালুকদার, মহিলা সম্পাদিকা হাসনা আহম্মেদ, সদস্য কাদির পাটওয়ারী, ইমাম পাটওয়ারী, মানিক জমাদার, বাদশা প্রধানিয়া, নিখিল ঘোষ, আব্দুল কুদ্দুছ, বিশ্বনাথ সাহা, হারুনুর রশীদ পাটওয়ারী, রতন দত্ত, গোফরান ভূঁইয়া, চন্দন ঘোষ, সুমন শীল, আবু তাহের, কাউছার, মামুনুর রশীদ গাজী, মশিউর রহমান মোর্শেদ, আরব খান, ফয়সাল আবেদীন ভূঁইয়া, দেলোয়ার হোসেন দেলু, সেলিম গাজী, জাহাঙ্গীর হোসেন বাদশা, মো. দেলু, মহিলা আ.লীগ নেত্রী তুলসিয়া বেগম সীমা, রোকসানা আক্তার, আম্বিয়া বেগম, জাহানারা বেগম, মেনেকা বেগম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কেন্দ্রিয় আ.লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর মায়ের বিদেহী আত্মার শান্তি কামনা ও পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মরহুম লুৎফর রহমান লুতু পাটওয়ারীসহ আ.লীগ পরিবারের যারা মৃত্যুবরণ করেন তাদের রুহের মাগফেরাত কামনা এবং জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ ইউসুফ গাজীর সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।