চাঁদপুর প্রেসক্লাবের অফিস সহায়কের বাবার দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার
চাঁদপুর প্রেসক্লাবের অফিস সহায়ক মো. শফিকুল ইসলামের বাবা আবু তাহের হাজি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ….. রাজিউন)। গত শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ওয়্যালেছ বাজার রিফিউজী কলোনীস্থ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৯৫ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
শুক্রবার রাত ১০টায় ওয়্যালেছ বাজার গাজী মার্কেটের সামনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও মরহুমের একমাত্র ছেলে চাঁদপুর প্রেসক্লাবের অফিস সহায়ক মো. শফিকুল ইসলাম।
জানাজায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, সাবেক সভাপতি শহীদ পাটওয়ারী, সিনিয়র সহ-সভাপতি রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, সাংবাদিক আলম পলাশ, দৈনিক চাঁদপুরজমিনের সম্পাদক ও প্রকাশক রোকনুজ্জামান রোকন, দৈনিক ইলশেপাড়ের সহকারী সম্পাদক মো. মনির হোসেনসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ, এলাকার সুধীজন ও ধর্মপ্রাণ মুসুল্লিরা। জানাজার পর মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
চাঁদপুর প্রেসক্লাবের শোক প্রকাশ : চাঁদপুর প্রেসক্লাবের অফিস সহায়ক মো. শফিকুল ইসলামের বাবা আবু তাহের হাজির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন।
এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

২২ ডিসেম্বর, ২০২৪।