স্টাফ রিপোর্টার
চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে স্থানীয় পত্রিকার সম্পাদক, প্রধান সম্পাদক, ভারপ্রাপ্ত সম্পাদক ও সম্পাদকদের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী।
সভায় অংশ নেন দৈনিক চাঁদপুর দর্পণের সম্পাদক ও প্রকাশক ইকরাম চৌধুরী, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন, দৈনিক মতলব আলোর ভারপ্রাপ্ত সম্পাদক কে এম মাসুদ, দৈনিক সুদীপ্ত চাঁদপুরের বার্তা সম্পাদক এম আর ইসলাম বাবু, সাপ্তাহিক শপথের সম্পাদক ও প্রকাশক কাদের পলাশ, দৈনিক আলোকিত চাঁদপুরের বার্তা সম্পাদক মিজান লিটন প্রমুখ।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর দর্পণের প্রধান সম্পাদক শরীফ চৌধুরীসহ বিভিন্ন পত্রিকার সম্পাদক ও সম্পাদকদের প্রতিনিধিরা।
সভায় স্থানীয় পত্রিকার মাঠ পর্যায়ের কর্মরত সাংবাদিকদের মান উন্নয়ন, শৃংখলা বজায়সহ বেশ কিছু বিষয়ে আলোচনা করা হয় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেই সাথে সহসাই জেলা শহর ও উপজেলা পর্যায়ের সম্পাদকদের নিয়ে আরেকটি সভা করারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই সভায় সবার মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটওয়ারী।
২৯ সেপ্টেম্বর, ২০১৯।