চাঁদপুর প্রেসক্লাবে পৌর সার্ভিস এসোসিয়েশনের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার
‘এক দেশে দুই নীতি মানি না মানবো না, মাস শেষে বেতন চাই, চাকরি শেষে পেনশন চাই’ এ শ্লোগানে রাষ্ট্রীয় কোষাগার হতে পৌরসভার জনপ্রতিনিধি ও সব কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন-ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালুর দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে চাঁদপুরের সব পৌরসভার সচিব, কর্মকর্তা ও কর্মচারীরা। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত চাঁদপুর প্রেসক্লাব হলরুমে অবস্থান কর্মসূচি পালন করেন।
শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রিয় সহ-সভাপতি আবুল কালাম ভূঁইয়া। তিনি বক্তব্যে বলেন, আমাদের মন্ত্রণালয় আমাদের সাথে বেইমানি করেছে। আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের দাবি আদায় করে ঘরে ফিরবো এই হোক আমাদের অঙ্গীকার। আপনারা কোন প্রচার দিধা-দ্বন্দ্বে না থেকে আন্দোলনে শতভাগ উপস্থিতি নিশ্চিত করুন।
চাঁদপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মফিজুল ইসলাম হাওলাদার ও পৌর কর্মচারী সংসদের সহ-সভাপতি মনিরুজ্জামানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন শাহরাস্তি পৌরসভার সচিব তোফায়েল আহমেদ, ফরিদগঞ্জ পৌরসভার সচিব খোরশেদ আলম, হাজীগঞ্জ পৌরসভার সচিব রুরুল আমিন, ফরিদগঞ্জ পৌরসভার অফিস সহকারী আসমা আক্তার, বিভাগীয় প্রচার সম্পাদক রিয়াজ উদ্দিন রাসেল, সহ-প্রচার সম্পাদক আবুল খায়ের মনু, মহিলা সম্পাদিকা ফারজানা বেগম লাকী, চাঁদপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, হিসাবরক্ষক পানি সরবরাহ আব্দুল বাতেন মিয়াজী, মতলব পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. নুরুজ্জামান, চাঁদপুর পৌরসভার কার্য সহকারী গোপাল চন্দ্র বণিক, কচুয়া পৌরসভার টিকা সুপারভাইজর হোসেন আহমেদ, মতলব পৌরসভার কর আদায়কারী শাহাদ হোসেন, ফরিদগঞ্জ পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোতাহার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মাহামুদুন নবী, অফিস সহকারী আছমা আক্তার পলি, ছেঙ্গারচর পৌরসভার কামরুননাহার, কর্মচারী সংসদের সভাপতি মাহামুদুল্লা নিপু, চাঁদপুর পৌর কর্মচারী সংসদের ক্রীড়া সম্পাদক অ্যাড. নজিবুল হক সেলিম, ছেঙ্গারচর পৌরসভার মাহাবুব উল্লা নিপু, ফরিদগঞ্জ পৌরসভার কর্মকর্তা রঞ্জন পোদ্দার প্রমুখ।
অবস্থান কর্মসূচির শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. হাফিজুর রহমান।

৩ জুলাই, ২০১৯।