চাঁদপুর প্রেসক্লাবে মতবিনিময় সভায় মনোনয়ন প্রত্যাশী ইঞ্জি. সফিকুর রহমান আমি দৃঢ়ভাবে আশাবাদী

 

গতকাল বৃহস্পতিবার চাঁদপুর প্রেসক্লাবে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মো. সফিকুর রহমান সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। -ইল্শেপাড়

স্টাফ রিপোর্টার :

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চাঁদপুর প্রেসক্লাবে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. সফিকুর রহমান সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বিপুলসংখ্যক সাংবাদিকের উপস্থিতিতে মতবিনিময় সভায় ইঞ্জি. সফিকুর রহমান আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ আসনে আওয়ামী লীগ থেকে তাঁর মনোনয়ন প্রত্যাশার কথা তুলে ধরে বলেন, ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি শুরু করি। ২০০১ সাল থেকে আমি আমার নিজ এলাকায় আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয়। এর আগ থেকেও নিজ উপজেলায় শিক্ষার প্রসারে পৃষ্ঠপোষকতাসহ বিভিন্ন সামাজিক কর্মকা- এবং অসহায় মানুষের পাশে সাধ্যমতো দাঁড়িয়েছি। এসবের সুবাদে হাজীগঞ্জ ও শাহরাস্তির জনগণের সাথে আমার একটি আত্মিক সম্পর্ক রয়েছে। আমি ২০০১, ২০০৮ এবং ২০১৪ সালেও দলের মনোনয়ন চেয়েছি। এবারো চাইবো। আমি দৃঢ়ভাবে আশাবাদী এবার দল আমাকে মূল্যায়ন করবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। তাই নৌকা নিয়ে যিনিই আসবেন, তাঁকেই বিজয়ী করতে বিগত দিনের ন্যায় ভূমিকা রাখবো।

চাঁদপুুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরীর সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক জিএম শাহীনের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন অ্যাড. মো. শাহজাহান মিয়া। পরে একে একে উপস্থিত সব সাংবাদিক এবং মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মো. সফিকুর রহমানসহ তাঁর সাথে আগত নেতৃবৃন্দ ও হাজীগঞ্জ-শাহরাস্তির সাংবাদিক নেতৃবৃন্দ সবার সাথে পরিচিত হন। এরপর ইঞ্জিনিয়ার সফিকুর রহমান তাঁর বক্তব্য রাখেন।

বক্তব্যের শুরুতে তিনি জাতির জনক বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শহীদ বুদ্ধিজীবী দিবসের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর প্রয়াত মায়ের মৃত্যুতে সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনসহ সমবেদনা জানান। ইঞ্জিঃ সফিকুর রহমান সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীসহ চাঁদপুরের প্রয়াত সব নেতার রুহের মাগফেরাত কামনা করেন। তিনি চাঁদপুর জেলা আওয়ামী লীগের নতুন কমিটির সকলকে অভিনন্দন জানান।

তিনি তাঁর বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন কর্মী হিসেবে আমি ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি শুরু করি। ছাত্র রাজনীতির পুরোটা সময় কেটেছে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। তিনি বলেন, ১৯৯৬ সালে আমার পিতার নামে এমএ হাসেম ফাউন্ডেশন গঠনের মধ্য দিয়ে আমার উপজেলা শাহরাস্তিতে শিক্ষাবৃত্তি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে আমি আমার সামাজিক কর্মকা- শুরু করি। মূলত ২০০১ সালে আমি সক্রিয়ভাবে আওয়ামী লীগের রাজনীতি শুরু করি এবং সে বছরই দলের মনোনয়ন চাই। ১/১১-এর দুঃসময়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাশে ছিলাম যা আজও তারা স্মরণ করে। আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে বিশ্বাস করি, আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নেতৃত্বের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও আস্থা রয়েছে। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে প্রতিহিংসা নয়-এ মনোভাব পোষণ করে আমি রাজনীতি করি। তাই যিনিই নৌকা প্রতীক নিয়ে আসবেন তাঁকে বিজয়ী করার জন্যে আমার পক্ষ থেকে বিগত দিনের ন্যায় আগামি দিনেও সবধরনের চেষ্টা অব্যাহত থাকবে।

তিনি বলেন, হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনের জন্যে কতটুকু প্রস্তুত সেটি আমরা দেখছি। অর্থাৎ দলের মধ্যে ঐক্য ও সাংগঠনিক ভিত মজবুত করার জন্যে কাজ করছি। আমি স্বার্থের রাজনীতিতে বিশ্বাসী না। আবেগ নয়, কর্ম দিয়ে কাজ করতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ভিশন বাস্তবায়নে আমি আমার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আমার এলাকার অনেক লোকের কর্মসংস্থান করেছি। যার কারণে আমার এলাকার জনগণ আমার প্রতি অনেক আস্থাশীল।

মতবিনিময় সভায় চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী, গিয়াস উদ্দিন মিলন, রহিম বাদশা, সোহেল রুশদীসহ প্রেসক্লাবের প্রায় সকল নেতা, বিভিন্ন জাতীয় দৈনিক, ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের সাংবাদিক উপস্থিত ছিলেন। আর ইঞ্জিঃ সফিকুর রহমানের সাথে ছিলেন জেলা আওয়ামী  লীগের সদস্য মো. হুমায়ুন কবির, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন মুশু পাটওয়ারীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং হাজীগঞ্জ ও শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ইঞ্জিনিয়ার মো. সফিকুর রহমান আইটিইটি বাংলাদেশ-এর সভাপতি, প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন ও সাবেক উপ-সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ।