চাঁদপুর প্রেসক্লাবে ২ দিনব্যাপী সিঙ্গার ফার্নিচার মেলার উদ্বোধন


এস এম সোহেল :
চাঁদপুর প্রেসক্লাবের নিচতলায় ২ দিনব্যাপী সিঙ্গার ফার্নিচার মেলা উদ্বোধন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ নাছির উদ্দিন আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, বিএম হান্নান, সিঙ্গার কোম্পানির এরিয়া ম্যানেজার মো. রজীব চৌধুরী, ডিস্ট্রিক্ট ম্যানেজার আরিফুল ইসলাম চৌধুরী, চাঁদপুর ব্যাঞ্চ ম্যানেজার ইমরান হোসেন প্রমুখ।
উল্লেখ্য, গতকাল ও আজ সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থী ও ক্রেতাদের জন্য মেলার স্টলগুলো উন্মুক্ত থাকবে। মেলায় ঘর সাজানোর জন্য নিত্য প্রয়োজনীয় সিঙ্গার কোম্পানির বিভিন্ন আসবাবপত্র পাওয়া যাবে। মেলায় ফার্নিচারের উপর ২০% পর্যন্ত ডিসকাউন্ট ও ডাউন পেমেন্টের উপর ১৫% ডিসকাউন্ট এবং কিস্তির ক্ষেত্রে ৬ মাস পর্যন্ত কোন ইন্টারেস্ট নেয়া হবে না।
তবে সিঙ্গারের অনেক ভুক্তভোগী গ্রাহক জানান, চাঁদপুর শহরের লেকের পাড়স্থ সিঙ্গারের শো-রুমে তারা গিয়ে নানা বিড়ম্বনায় পড়েছেন। সিঙ্গারের কর্মকর্তা-কর্মচারীরা গ্রাহকদের নানাভাবে নাজেহাল করেন। এছাড়া নানা কথা বলে তারা অতিরিক্ত টাকাও গ্রাহকদের কাছ থেকে গছিয়ে নেন। জিরো পারসেন্ট ইন্টারেস্টে ৬ মাসের কিস্তিতে গ্রাহকরা বিভিন্ন সামগ্রী কিনতে গিয়ে তাদের অগোচরে ৫শ’ টাকার ফরম পূরণে বাধ্য করা হয়। এ বিষয়ে জানতে চাইলেও অসৌজন্যমূলক আচরণও করেন তারা। লেকের পাড়স্থ সিঙ্গারের শো-রুমের কর্মকর্তাদের অসৌজন্যতামূলক আচরণের ফলে সিঙ্গারের গ্রাহকদের মধ্যে সামগ্রী কিনতে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।