
নেই পানি নিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থা
স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের আব্দুল করিম পাটওয়ারী সড়কের তালতলাস্থ বকাউল বাড়ি সড়কের উত্তর পাটওয়ারী বাড়ির রাস্তাটিতে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানিবন্দী হয়ে পড়েছে ওই এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন রাস্তা সংস্কার না করায় বড়-বড় গর্তের সৃষ্টি হয়েছে।
জানা যায়, ১২-১৩ বছর আগে এ রাস্তাটি সংস্কার করা হলেও ড্রেনেজ ব্যবস্থা করা হয়নি। দীর্ঘদিন যাতায়াতে রাস্তাটিও ভেঙ্গে বেহাল দশায় পরিণত হয়েছে। রাস্তাটি নিচু হওয়ায় এবং বিভিন্ন স্থানে ভেঙ্গে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যাচ্ছে। এতে করে এলাকাবাসী ও শিশু শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। শিশু শিক্ষার্থীসহ অন্যান্যরা এ রাস্তা দিয়ে যাতায়াত করার সময় পড়ে গিয়ে হাত-পা ভেঙ্গে গেছে বলেও এলাকবাসী অনেকেই জানান।
ওই এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম পাটওয়ারী জানান, দীর্ঘদিন রাস্তাটি সংস্কার না করায় রাস্তার বিভিন্ন স্থানে ভেঙ্গে বড়-বড় গর্ত হয়ে গেছে। রাস্তাটির পাশ দিয়ে কোন ড্রেন না থাকায় সামান্য বৃষ্টিতেই হাটু সমান পানি জমে যায়। বকাউল বাড়ির রাস্তাটির পাশ দিয়ে যে ড্রেনটি আছে তাও আমাদের এলাকার রাস্তা থেকে অনেক উপরে, এজন্য সেই ড্রেন দিয়েও পানি নিষ্কাশন হয় না। বিষয়টি পৌর মেয়রকে জানানো হলেও এতে কোন সুরাহা হচ্ছে না।
তিনি আরো জানান, এই এলাকায় শিক্ষার্থী ও এলাকাবাসী এ রাস্তা দিয়ে চলাচল করতে খুবই অসুবিধা হচ্ছে। অনেকেই এ রাস্তা দিয়ে চলাচলা করতে গিয়ে হাত-পা ভেঙ্গে বড় ধরনের ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী এলাকার হারুন পাটওয়ারী, দুদু পাটওয়ারী, মিজান পাটওয়ারী, সোহাগ ও সোহেল জানান, দীর্ঘদিন ধরে সংস্কার না করায় রাস্তাটি একবারেই নাজুক অবস্থা হয়ে পড়েছে। আর সামান্য বৃষ্টি হলেতো দুর্ভোগের সীমাই থাকে না। ছোট-ছোট ছেলে-মেয়েরা এবং এলাকাবাসী এ রাস্তা দিয়ে হাটা-চলা করতে অনেক অসুবিধা হয়। দিনের আলোতে কোনরকম চলতে পারলেও রাতে একবারেই চলাচল করা যায় না। বেশি অসুবিধায় পড়তে হয় শিশু ও স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকার নারীদের। দ্রুত রাস্তাটি মেরামত না করা হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
অচিরেই রাস্তাটি সংস্কার ও পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা করে এই চরম দুর্ভোগ থেকে রক্ষা করার জন্য পৌর কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
০২ অক্টোবর, ২০১৯।