সজীব খান
চাঁদপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আয়োজনে প্রধানমন্ত্রী ঘোষিত কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির প্রশিক্ষণ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর বিআরডিবি’র উপ-পরিচালক মো. মোকাব্বের হোসেন ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী এরশাদ মিয়াজী, সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি শহিদ উল্ল্যাহ খান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আ. সালাম প্রমুখ।
অনুষ্ঠানে সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির পরিচালক কামাল হাজি ও জলিল সরকারসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবদুল গনি। অনুষ্ঠানে ১৫ জনকে প্রধানমন্ত্রী ঘোষিত করোনায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করা হয়। প্রতিজনকে স্বল্প সুদে ২ লাখ টাকা করে ঋণ দেয়া হয়।
২১ সেপ্টেম্বর, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর বিআরডিবি’র ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ
Post navigation


