চাঁদপুর মডেল থানার অভিযানে বিভিন্ন মামলার ১০ আসামি আটক

স্টাফ রিপোর্টার
চাঁদপুর মডেল থানা পুলিশ কর্তৃক ১টি সিআর সাজা এবং ৬ সিআর ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করা হয়েছে। চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আ. রশিদের নির্দেশনায় থানার এসআই ও এএসআইরা গত শনিবার রাতে অভিযান করে নারীসহ ১০ আসামিকে আটক করেছে।
আটকরা হলো- এএসআই আবু হানিফ কর্তৃক এম সি-৪৩২/১৭ মামলায় হেলাল হোসেন, এসআই লিলুছুর রহমান কর্তৃক (৩ মাসের সাজাপ্রাপ্ত) এমসি মামলায় মো. নুরুল ইসলাম, এবং সিআর মামলায় জয়নাল আবেদীন। এএসআই তছলিম উদ্দিন কর্তৃক সিআর মামলায় সোহেল মিয়া, এএসআই মেজবাউদ্দিন কর্তৃক সিআর মামলায় মো. শরীফ হোসেন, এএসআই আবুল কালাম কর্তৃক নারী ও শিশু নির্যাতন মামলায় মো. রাসেল খলিফা, এসআই ইসমাইল হোসেন কর্তৃক সিআর মামলায় মো. সোহেল এবং এএসআই তছলিম উদ্দিন কর্তৃক ফৌঃ কাঃ বিঃ ৫৪ ধারায় মো. সুমন (২৫), রিয়া আক্তার (২৪) ও আছিয়া বেগম (২৮) কে আটক করে। গতকাল রোববার আটক আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আ. রশিদ বলেন, পুলিশ সুপার মিলন মাহমুদ স্যারের নির্দেশে আমাদের থানার নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সেই অভিযানে আমরা ওয়ারেন্ট তামিলের মাধ্যমে আসামিদের আটক করছি।
১৩ জুলাই, ২০২১।