স্টাফ রিপোর্টার
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) প্রকল্পের উদ্যেগে চাঁদপুর সদর উপজেলার মান্দারী আলিম মাদ্রাসায় দিনব্যাপী নলেজ ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার মান্দারী আলিম মাদ্রাসায় নলেজ ফেয়ার এ চিত্রাংকন, রচনা, কুইজ প্রতিযোগিতা ও বাল্যবিয়ে সাইবার বুলিং রোধে লাল কার্ড প্রদর্শন এবং শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করানো হয়েছে।
মান্দারী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. নেছার আহম্মেদের সভাপতিত্বে এবং সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সিনিয়র জেলা ব্যবস্থাপক কালাচাঁদ দাস অসিতের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জুনিয়র সেক্টর স্পেশালিস্ট মো. আফসার উদ্দিনসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও ৬ শতাধিক শিক্ষার্থী। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, নারী ও কিশোরীদের প্রতি সব ধরনের সহিংসতা, যৌন হয়রানি, সাইবার বুলিং ও বাল্যবিয়ে নির্মূলকরণে ব্র্যাকের সিইপি কর্মসূচি মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব বা মেজনিন কর্মসূচির মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সচেতনতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি, শিক্ষক, অভিভাবক ও নাগরিক সমাজের সক্রিয় অবস্থান তৈরি এবং সরকারি-বেসরকারি সংস্থার অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে যৌন হয়রানির বিরুদ্বে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে চাঁদপুর জেলার ৯টি স্কুলসহ আরো ১০ জেলায় ৯০টি স্কুলে কাজ করছে।
০৫ আগস্ট, ২০১৯।