মেলা উদ্বোধনের মধ্য দিয়ে প্রমাণ হলো চাঁদপুরের মাটি মুক্তিযোদ্ধাদের : এমএ ওয়াদুদ
স্টাফ রিপোর্টার :
চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলা আনুষ্ঠানিক উদ্বোধনের আগের দিন মেলা মাঠে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চূড়ান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান প্রাণবন্ত ও মেলার সুন্দর পরিসমাপ্তির লক্ষ্যে মেলার উপদেষ্টা পরিষদ, স্টিয়ারিং কমিটি, উদযাপন পরিষদ ও উপ-পরিষদের সমন্বয়ে দু’শতাািধক সদস্য ও কর্মীদের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়।
২৬তম বিজয় মেলার চূড়ান্ত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধের বিজয় মেলার স্টিয়ারিং কমিটির সভাপতি ও চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, সব ষড়যন্ত্রকে পিছনে ফেলে আগামিকাল উদ্বোধন হতে যাচ্ছে চাঁদপুরবাসীর প্রাণের মেলা মুক্তিযুদ্ধের বিজয় মেলা। যারা বিজয় মেলার বিরুদ্ধে লিখেছেন সেই তুঘলকি কা-ের লোকদের ব্যাপারে সজাগ থাকতে হবে। জয় বাংলা শুনে যাদের গা জ্বালা করে তাদের কোনভাবেই আমার ছাড় দিতে পারি না।
তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্বোধনের মধ্য দিয়ে প্রমাণ হলো চাঁদপুরের মাটি মুক্তিযোদ্ধাদের। বিজয় মেলার বিরুদ্ধে লিখলেও আমাদের কাজ থেমে থাকেনি বরং তাদের সমালোচনাতে আমাদের প্রচার আরো বেগবান হয়েছে। এ বছর বিজয় মেলার স্মৃতিচারণ অনুষ্ঠানে ভারতীয় বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বরা আসবেন। যারা আমাদের মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়েছিলেন।
মুক্তিযুদ্ধের বিজয় মেলার মহাসচিব হারুন আল রশিদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মহসিন পাঠান, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ও মেলার উপদেষ্টা ডা. সৈয়দা বদরুন নাহার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিজয় মেলার ভাইস চেয়ারম্যান আলহাজ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, বিজয় মেলার ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অজিত সাহা, স্টিয়ারিং কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. বদিউজ্জামান কিরণ, যুগ্ম মহাসচিব অ্যাড. সাইদুর রহমান বাবু, চাঁদপুর সংবাদপত্র সম্পাদক পরিষদ সভাপতি অধ্যাপক আবদুর রহমান, স্মৃতিচারণ ‘৭১ উপ-কমিটির সদস্য সচিব মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাস্টার, চাঁদপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি প্রফেসর ডা. শেখ মহসিন, সাধারণ সম্পাদক বিপ্লব সরকার, সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক তপন সরকার, সদস্য সচিব মৃনাল সরকার, মাঠ ও মঞ্চ পরিষদের আহ্বায়ক ইয়াহিয়া কিরন, যুগ্ম আহবায়ক মানিক দাস, সদস্য সচিব জাফর ইকবাল মুন্না, আইন-শৃঙ্খলা পরিষদের প্রধান সমন্বয়কারী সুফী খায়রুল আলম খোকন, প্রজন্ম’৭১ পরিষদ সদস্য সচিব হেলাল হোসাইন, প্রচার ও প্রকাশনা পরিষদের সদস্য সচিব কেএম মাসুদ, স্মৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক অভিজিত রায়, দৈনিক চাঁদপুর সময়ের সম্পাদক ও প্রকাশক এম কে এরশাদ, সাহিত্য পরিষদের সদস্য সচিব রাজন চন্দ্র দে, আইনজীবী অ্যাড. হুমায়ন কবির, জেলা ছাত্রলীগ সভাপতি আতাউর রহমান পারভেজ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম দুলাল পাটওয়ারী, সহ-সভাপতি আব্দুর রশিদ সরদার, উপ-প্রচার ও প্রকাশক হাসান ইমাম বাদশা, সদস্য আইয়ুব আলী বেপারী, মাঠ ও মঞ্চ পরিষদ যুগ্ম-আহবায়ক অ্যাড. আমির উদ্দিন ভূঁইয়া মন্টু, অ্যাড. বদরুল আলম চৌধুরী, সমন্বয়কারী আশ্রাফ বাবু, রাজিব চৌধুরী, মেহেদী হাসান জীবন, বাপ্পী চৌধুরী, স্মৃতি সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহবায়ক দিদারুল আলম চৌধুরী, মনির হোসেন মান্না, সদস্য সচিব শুভ্র রক্ষিত প্রমুখ।
- Home
- প্রথম পাতা
- চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার চূড়ান্ত প্রস্তুতি সভা