চাঁদপুর রূপসী রোটার‍্যাক্ট ক্লাবে পূজা পুনর্মিলনী


প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুর রূপসী রোটার‍্যাক্ট ক্লাবের শারদীয় পূজা পুনর্মিলনী অনুষ্ঠিত। গত শুক্রবার চাঁদপুর রোটারি ভবনে চাঁদপুর রূপসী রোটার‍্যাক্ট ক্লাবের সভাপতি রো. প্রশান্ত কুমার সাহা নিশানেরসভাপতিত্বে ও সচিব রো. বিশ্বজিৎ সাহার পরিচালনায় ২০১৯-২০ রোটাবর্ষের ১০ম বর্ষসভা ও ক্লাবের ৯৫৭তম নিয়মিত সাধারণ সভা এবং শারদীয় পূজা পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, অনুষ্ঠানে ক্লাব সেবা পর্বের শুরুতে ক্লাব সদস্য রো. আফসানা আক্তার তন্বী সাপ্তাহিক পাঠক সংবাদ পত্রিকার ৩য় বর্ষ পূতি  উপলক্ষেগুণীজন সম্মাননা অনুষ্ঠানে গুণীজন সম্মাননায় ভূষিত হওয়ায় ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এর উপজেলা পর্যায়ে নৃত্য
(উচ্চাঙ্গ), লোক নৃত্য ও শ্রেষ্ঠ শিক্ষার্থী প্রতিযোগিতা বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় উষ্ণ ফুলের শুভেচ্ছা দেওয়া হয় ক্রমে শারদীয় পূজা পুনর্মিলনী উপলক্ষে এক মনোমুগ্ধকর কার্যক্রমে শারদীয় দুর্গা পূজার আনন্দ ভাগাভাগি করাসহ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় রোটার‍্যাক্ট আন্তর্জাতিক জেলা সংগঠন ৩২৮২, বাংলাদেশের জেলা প্রতিনিধিসহ ক্লাব কর্মকর্তা ও ক্লাব অতিথিরা উপস্থিত ছিলেন।

১৪ অক্টোবর, ২০১৯।