চাঁদপুর রোটারী ক্লাব ও ইয়ূথ ফোরামের কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর রোটারী ক্লাব ও ইয়ূথ ফোরাম বাংলাদেশের যৌথ আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ ডিসেম্বর চাঁদপুর রোটারী ক্লাবে এসব কম্বল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটা. অ্যাড. নজরুল ইসলাম, সেক্রেটারী রোটা. মাহবুবুর রহমান সুমন, সিনিয়ার রোটারিয়ান অ্যাড. ইকবাল-বিন বাশার, রোটা. পিপি কাজী শাহাদাত, সাবেক সেক্রেটারী রোটা. উজ্জ্বল হোসাইন, জয়েন্ট সেক্রেটারী রোটা. শাহীন আক্তার, চীফ সার্জেন্ট-এট-আর্মস রোটা. সাইফুল ইসলাম, রোটা. মহসিন কাদের, রোটা. আবু সাঈদ হোসেন কাউসার, রোটা. সালাউদ্দিন রাসেল, ইয়ূথ ফোরাম বাংলাদেশ কো-অর্ডিনেটর রোটা. অ্যাড. আলেয়া বেগম লাকী প্রমুখ।

৩০ ডিসেম্বর, ২০২৪।