চাঁদপুর লেখক পরিষদের উদ্যোগে সওগাত সম্পাদক নাসিরউদ্দীনজয়ন্তী পালন

প্রেস বিজ্ঞপ্তি :
চাঁদপুরের কৃতী সন্তান, দেশখ্যাত সাহিত্যিক ও সাংবাদিক, সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীনের ১২৯তম জয়ন্তী উপলক্ষে চাঁদপুর লেখক পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও সাহিত্য পাঠ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৩টায় শহরের জোড়পুকুর পাড়স্থ জেলা সাহিত্য একাডেমিতে অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চাঁদপুর জেলা সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজুমদার।
আলোচনা পর্বে বক্তব্য রাখেন জেলা মুক্তিফৌজ ফাউন্ডেশনের সভাপতি প্রকৌ. মো. দেলোয়ার হোসেন, কবি ও গীতিকার মোখলেছুর রহমান মুকুল, চাঁদপুর লেখক পরিষদের সাবেক সভাপতি ও নাট্যকার লিটন ভূঁইয়া, আনন্দধ্বনি সংগীত শিক্ষায়তনের অধ্যক্ষ রফিক আহম্মেদ মিন্টু, নাসিরউদ্দীনের স্বজন পিএম আনোয়ার হোসেন বাবলু।
চাঁদপুর লেখক পরিষদের সদস্য সদস্য সচিব ম. নূরে আলম পাটওয়ারী পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সহ-সভাপতি আব্দুল গনি, শিশু থিয়েটারের সভাপতি পিএম বিল্লাল, শিক্ষক আবু সায়েম প্রমুখ।
মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের সদস্য শাহমুব জুয়েল। পঠিত প্রবন্ধের উপর আলোচনা করেন কবি ও লেখক তছলিম হোসেন হাওলাদার এবং কবি ইকবাল পারভেজ। সাহিত্য পাঠ করেন কাজী সাইফ, আসাদুল্লা কাহাফ, হোসনে মোবারক আজাদ, আশিক বিন রহিম, তাফাজ্জল হোসেন তাফু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন কবি ও লেখক কাদের পলাশ, কবির হোসেন মিজি, গৌতম রায় চৌধুরী, লিটন পাটওয়ারী, শিক্ষক ফয়জুল হক ফয়েজ, আবৃত্তিকার আমির হোসেন বাপ্পি, লেখক ফেরারী প্রিন্স, শৈবাল মজুমদার প্রমুখ।