চাঁদপুর শহরের জনতা ফার্মেসী ও নদিয়া টেলিকমে চুরি

স্টাফ রিপোর্টার
অনেকটা ফিল্মি স্টাইলে চাঁদপুর শহরের কালিবাড়ি জনতা ফার্মেসী ও নকিয়া টেলিকমে চুরি করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে পোনে ৮টার মধ্যে দু’টি দোকানের তালা ভেঙে ৯ সদস্যের একটি চোরচক্র এই ঘটনাটি ঘটায়। এতে নকিয়া টেলিকল থেকে নগদ ১ লাখ টাকাসহ দু’টি স্মার্ট ফোন এবং জনতা ফার্মেসী থেকে নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায়।
পরে সকাল পৌনে ৯ টায় জনতা ফার্মেসীর লোক এসে দেখেন মাঝখানের একটি সার্টারের তালা ভাঙা ও ক্যাশে থাকা ৩০ হাজার টাকা নেই। এদিকে সকাল ১০টার সময় নকিয়া টেলিকমের সুমন দোকানে এসে দেখেন সার্টারের তালা ভাঙা। পরে দেখতে পান ক্যাশে থাকা ১ লাখ টাকা ও দু’টি স্মার্ট ফোন নেই।
সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ থেকে দেখা যায়, একই সময়ে দু’টি দোকানের তালা ভেঙে ৯ সদস্যের একটি চক্র ঘটনাটি ঘটায়। এদিকে সকালে শহরের প্রধানতম স্থান কালিবাড়ি সংলগ্ন দু’টি দোকান থেকে কিভাবে সবার চোখকে ফাঁকি দিয়ে চোরচক্র এই ঘটনা ঘটালো। এ নিয়ে সবার মাঝে চলছে নানা আলোচনা ও সমালোচনা। কারণ এই সময়ে কালিবাড়িতে অনেক দোকান যেমন খোলা থাকে ঠিক তেমনি মানুষের আনাগোনাও থাকে অনেকটা চোখে পড়ার মতো। অনেকের ধারণা এরা সবাই পেশাদার চোর চক্রের সদস্য।
এ ব্যাপারে জনতা ফার্মেসীর মালিক নজরুল আমিন সাজু ও নকিয়া টেলিকমের মালিক মোবারক হোসেন জানান, সকাল সাড়ে ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে সার্টারের তালা ভেঙে ক্যাশ থেকে নগদ অর্থ ও দু’টি স্মার্ট ফোন নিয়ে যায়। তবে এ ব্যাপরে থানায় জিডি করবেন বলে জনতা ফার্মেসীর মালিক জানান।