স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের দক্ষিণ বিষ্ণুদী বঙ্গবন্ধু সড়ক এলাকার হাজি বাড়ি থেকে ঝুমা আক্তার (১৪) নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে। গতকাল রোববার ভোর ৪/৫ টার দিকে সে তার ঘর থেকে নিখোঁজ হয়। নিখোঁজ ঝুমা আক্তার বঙ্গবন্ধু সড়কের হাজি বাড়ির মো. টেলু মিজির মেয়ে।
নিখোঁজ ঝুমার স্বজনরা জানায়, ঝুমার মা মারা গেছে কয়েক বছর আগে। তাই তাদের তিন বোনকে এক সাথেই ঘুমাতে হয়। শনিবার রাতে তারা তিন বোন একসাথে ঘরের মধ্যে ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ৩টার দিকেও তার বড় বোন তাকে ঘুমানো অবস্থায় দেখতে পায়। কিন্তু ভোরে ফজরের আজানের পর তাকে আর তার শোয়ার স্থানে তারা দেখতে পায়নি। পরে স্বজনরা পরিচিত সব স্থানে তাকে খোঁজা-খুঁজি করে কোথাও তার সন্ধান পায়নি। এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করার জন্য প্রস্তুতি নিচ্ছে তার স্বজনরা।
যদি কোন স্বহৃদয়বান ব্যক্তি ঝুমার সন্ধান পেয়ে থাকেন, তাহলে তার বড় ভাইয়ের ব্যবহৃত ০১৮৫০৯২০১৯৭ এই মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার স্বজনরা।
২৯ জুলাই, ২০১৯।