স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে শহরের স্ট্র্যান্ড রোড থেকে ইয়াবাসহ ১ জনকে আটক করে।
জানা যায়, সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. আব্দুর রশীদের নির্দেশে এএসআই মেজবা উদ্দিন মাদক বিরোধী অভিযান চালিয়ে শহরের স্ট্র্যান্ড রোড এলাকা থেকে হৃদয় মিজি (২৮) কে আটক করা হয়। সে মৃত সবুজ মিজির ছেলে। এসময় তার দেহ তল্লাশী করে ১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আরো জানা যায়, হৃদয় মিজি নিয়মিত একজন মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন সবকিছু আড়াল করার জন্য কয়েক মাস প্রবাস কাটিয়ে পুনরায় দেশে এসে আবারো মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে।
এদিকে এ ব্যাপারে জানার জন্য এএসআই মেজবাউদ্দিনকে ফোন দিলে তিনি ওসির নির্দেশ উপেক্ষা করে সাংবাদিকদের কোন তথ্য না দিয়ে ফোন রেখে দেন।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. আব্দুর রশীদের সাথে কথা হলে তিনি বলেন, আটক হৃদয়ের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
১০ আগস্ট, ২০২১।
