স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরে স্বাস্থ্যবিধি ও ভোক্তা অধিকার আইন না মানায় ৩ জনকে ৩ হাজার ২শ’ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ সেপ্টেম্বর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, চাঁদপুর শহরের বাবুরহাট সংলগ্ন এলাকায় স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২টি মামলায় ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং স্বাস্থ্য বিধি না মানায় একজনকে ২শ’ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় সার্বিকভাবে সহযোগিতা করেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক এবং পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।
২৪ সেপ্টেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর শহরে স্বাস্থ্যবিধি না মানায় ৩ জনকে অর্থদণ্ড
Post navigation


