১৩৪ কেন্দ্র, ভোট কক্ষ ১ হাজার ৭টি
এস এম সোহেল
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর দ্বিতীয় ধাপে আগামি ২১ মে চাঁদপুর সদরসহ ৩ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। ১ম ধাপে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইতোমধ্যে চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি এই ৩ উপজেলার প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল, বাছাই, প্রত্যাহার, প্রতিক বরাদ্দ, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত অবহিতকরণ সভা ও ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে কাজ করছে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চাঁদপুর সদরে ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা রয়েছে। এর মধ্যে ভোট কেন্দ্র রয়েছে ১৩৪টি, স্থায়ী ৯৫১টি ও অস্থায়ী ৫৬টিসহ মোট ভোট কক্ষ রয়েছে ১ হাজার ৭টি। মোট ভোটার ৪ লাখ ১৭ হাজার ১১১ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৬ হাজার ৮০৩ জন ও নারী ২ লাখ ৩শ’ ৭ জন ও হিজড়া ভোটার ১ জন রয়েছেন।
চাঁদপুর সদর উপজেলায় ৫ জন চেয়ারম্যান, ৩ জন ভাইস চেয়ারম্যান ও ২ জন মহিলা ভাইস চেয়ারম্যানসহ মোট ১০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিক পাওয়ার পর প্রার্থীরা ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ১৫টি ওয়ার্ডে তাদের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে সদর উপজেলায় এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর শোনা যায়নি। শান্তিপূর্ণভাবে প্রার্থীরা তাদের প্রচারণা করছেন। এখন দেখার অপেক্ষায় কারা হচ্ছেন জনপ্রতিনিধি?
চাঁদপুর সদরে চেয়ারম্যান পদে প্রার্থী হলেন ৫ জন। প্রার্থীরা হলেন- মোহাম্মদ নুরুল ইসলাম দেওয়ান কাপ-পিরিজ, মো. আইয়ুব আলী দোয়াত কলম, মো. হুমায়ুন কবির ঘোড়া, মিজানুর রহমান মোটরসাইকেল ও রাকিব মাঝি আনারস প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হলেন ৩ জন। প্রার্থীরা হলেন- আবুল বারাকাত মো. রেজওয়ান চশমা, মো. নুরুল হায়দার টিউবওয়েল ও মো. হারুনুর রশিদ হাওলাদার তালা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থী ২ জন। তারা হলেন- রেবেকা সুলতানা পদ্ম ফুল ও শিপ্রা দাস ফুটবল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চাঁদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জামশেদুল ইসলাম জানান, এ বছরই প্রথম অনলাইনের মাধ্যমে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। আর ইভিএমএ’র মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে সবধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।
১৫ মে, ২০২৪।