চাঁদপুর সদর উপজেলা ও পৌর আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত

এস এম সোহেল
চাঁদপুর সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর স্টেডিয়াম মাঠে কোরআন তেলওয়াত, গীতা পাঠ, পতাকা ও বেলুন উত্তোলন ও মৃত নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনায় শোক প্রস্তাব ও দাঁড়িয়ে নীরবতা পালন এবং নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানোর মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।
পরে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি তার বক্তব্যে বলেন, আজ জাতির পিতার রাজনৈতিক শিক্ষাগুরু হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬৯তম মৃত্যুবার্ষিকী। তিনি চাঁদপুরের সব মুক্তিযোদ্ধাদের স্মরণ করে বলেন, আমাদের বাংলাদেশের সবাইকে ভালো রাখতে কাজ করে যাচ্ছেন- যিনি খাদ্য নিরাপত্তার নেত্রী, জ্বালানি নিরাপত্তার নেত্রী, শিক্ষা নিরাপত্তার নেত্রী, সারা বিশ্বের মানুষ তাকে একজন মানবিক নেত্রী হিসেবে চিনেন। দুঃখী মানুষ জন্য ঘর করে দিয়েছেন। বিশ্বে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আজকের এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরি হবে তাদের নিয়ে আগামী নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো।
তিনি আরো বলেন, দেশের মানুষ বিএনপি-জামায়াতের মতো আগুন সন্ত্রাসীদের ক্ষমতায় দেখতে চায় না। মানুষ এখন উন্নয়ন তথা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে নেওয়ার পক্ষে। আওয়ামী লীগের মতো এমন ঐতিহ্যবাহী দলের সরকার ক্ষমতায় দেখতে চায়।
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেন, চাঁদপুর সবকিছু দিয়ে এগিয়ে। চাঁদপুর জেলার ইলিশের সুনাম সারা বিশ্বময়। চাঁদপুর শিক্ষা, শিল্প, স্বাস্থ্য, রাজনীতি- সব ক্ষেত্রে এগিয়ে। সরকারেও চাঁদপুর জেলার প্রভাব রয়েছে। যতবার আওয়ামী লীগের সরকার ঘঠিত হয়েছে ততবারই চাঁদপুরকে মূল্যায়ন করেছে।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। সম্মেলনের উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নূরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে এবং পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী ও পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুলের যৌথ পরিচালনায় বিশেষ বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, ইঞ্জি. আ. রব ভূঁইয়া, পৌর মেয়র এবং জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
সম্মেলনের আলোচনা পর্ব শেষে চাঁদপুর সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
সম্মেলনে সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নেতাকর্মীরা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে ব্যানার, ফ্যাস্টুন ও নানা ধরনের ক্যাপ, টি-শার্ট পড়ে খন্ড খন্ড মিছিল নিয়ে সম্মেলন স্থানে আসতে দেখা যায়।
পরে ২য় অধিবেশনে সন্ধ্যায় চাঁদপুর সার্কিট হাউজে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে মো. নূরুল ইসলাম নাজিম দেওয়ান ও সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী এবং পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুলের নাম ঘোষণা করা হয়।

০৬ ডিসেম্বর, ২০২২।