
সামাজিক নিরাপত্তাসহ সব কাজে হয়রানি ছাড়া জনগণকে সেবা দিবেন
………………..শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি
এস এম সোহেল
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে জনগণ তাদের রায়ের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। নির্বাচিতরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাবে। তৃণমূলকে প্রাধান্য দিয়ে উপজেলা পরিষদকে এগিয়ে নিয়ে যাবে।
মন্ত্রী আরো বলেন, নব-নির্বাচিত জনপ্রতিনিধিরা সামাজিক নিরাপত্তাসহ সব কাজে হয়রানি ছাড়া জনগণকে সেবা দিবেন। পাশাপাশি ইউপি চেয়ারম্যানের সাথে নিয়ে এসব কাজ বাস্তবায়ন করবেন। তাহলে উপজেলা পরিষদের কাজ সফলভাবে বাস্তবায়িত হবে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের সমন্বয়ে মাসিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সদর উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার পরিচালনায় উপস্থিত ছিলেন নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারী ও মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা।
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদ আমিনুর রহমান বাবুল।

ইউপি চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন বিল্লাল, তরপুরচন্ডী ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজি হযরত আলী বেপারী, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাওয়ারী, মৈশাদী ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক, ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আলহাজ কাশেম খান, হানারচর ইউপি চেয়ারম্যান হাজি ছাত্তার রাঢ়ী, বালিয়া ইউপি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম মিয়াজী, চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী, আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন মাস্টার, কল্যাণপুর ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রনি পাটওয়ারীসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিকে ফুল দিয়ে বরণ করেন নব-নির্বাচিত জনপ্রতিনিধি, ইউপি চেয়ারম্যান ও সচিবরা।