চাঁদপুর সদর উপজেলা বিএনপি’র কমিটি গঠনে সভা

ত্যাগী ও দক্ষ নেতা-কর্মীদের যোগ্যস্থান দেয়া হবে
……..শেখ ফরিদ আহমেদ মানিক

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা বিএনপি ও নেতৃবৃন্দের সাথে কমিটি গঠনকল্পে জেলা বিএনপির সাংগঠনিক টিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আমরা তারেক রহমানকে কথা দিয়েছি অচিরেই বিএনপির সব ইউনিট কমিটি পুনর্গঠন করে জেলা বিএনপির সম্মেলনের আয়োজন করা হবে। সবার আগে মেয়াদোত্তীর্ণ সব ইউনিক কমিটি পুনর্গঠন করা হবে। সবাইকে একত্রিত করে দলের কাজ করা হবে। নেতৃত্ব তৈরি না করলে কেউ কাজ করবে না। ত্যাগী নেতা-কর্মীদের স্থান সবার আগে দেয়া হবে।
তিনি আরো বলেন, বিএনপি একটি আন্দোলনমুখী দল। শেখ হাসিনা সবার ভোট হরণ করে ক্ষমতায় টিকে আছে। একদিন ভোট হবে, তবে কবে হবে তা দেখার বিষয়। আমার ব্যক্তিগত কোন লোকের দরকার নেই। দলের জন্য ত্যাগী ও দক্ষ নেতা-কর্মীর দরকার। যাদের অবস্থান যেখানে তাদের সেখানে স্থান দেয়ার আহ্বান জানানো হয়।
চাঁদপুর সদর উপজেলা বিএনপি সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সেলিম উল্যাহ সেলিম, মাহাবুব আনোয়ার বাবলু, মুনির চৌধুরী, কেন্দ্রিয় তাঁতী দলের যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আলমগীর কবির পাটওয়ারী।
চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শামসুল ইসলাম মন্টু ও সিনিয়র সহ-সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সালের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. মনিরা চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার গাজী, চাঁদপুর সদর উপজেলা মহিলা দলের সভাপতি নাসরিন সুলতানা ও চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শেখ মো. হাবিব।
বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম নিয়াজী, কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক সাইফুল আলম খান, শাহমাহমুদপপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, রামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. তছলিম পাঠান, মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস ছাত্তার মাস্টার, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপন, তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী জাহাঙ্গীর আলম মিন্টু, সাধারণ সম্পাদক শেখ মো. নাজমুল আহসান, বাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক ডা. আবু তাহের, বালিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল হোসেন মিয়াজী, লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নূরু, ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি চাঁন মিয়া চকিদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, চান্দ্র ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ গাজী, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মফু, হানারচর ইউনিয়ন বিএনপির সভাপতি হানিফ মাস্টার, রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজি মো. ওসমান গণি প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সেলিমুছ ছালাম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ খান, অ্যাড. মিজানুর রহমান, মৈশাদী ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক, হানারচর ইউপি’র সাবেক চেয়ারম্যান মোক্তার গাজী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হযরত আলী, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, চাঁদপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খান, সাংগঠনিক সম্পাদক কাজী মাসুদ রায়হান, অ্যাড. তোফাজ্জল হোসেন, দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম ঢালীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, বিএনপি আরো বেশি শক্তিশালী হয়ে আমাদের এগিয়ে নিয়ে যাব। নেতৃত্বের জন্য নয়, দলের জন্য কাজ করতে হবে। তাহলেই বিএনপি অনেক শক্তিশালী হবে। বিএনপি একটি শক্তিশালী রাজনৈতিক দল এতে কোন সন্দেহ নেই। বিএনপি আবার ক্ষমতায় আসবে, ইনশাল্লাহ। হতাশ হওয়ার কোন কারণ নেই।

১৪ জুলাই, ২০১৯।