স্টাফ রিপোর্টার
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের দত্ত ট্রেডার্স কর্তৃক পরিচালিত সরকার অনুমোদিত ন্যায্যমূল্যের ঔষধের দোকানে এনডিসি মাহবুবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। গত মঙ্গলবার বিকালে তিনি নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেয়ে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বলে জানান।
বিভিন্ন সূত্রে জানা যায়, দত্ত ট্রেডার্সের মালিক রামকৃষ্ণ দত্ত দীর্ঘদিন যাবৎ দিন-রাত ২৪ ঘণ্টা এই দোকান খোলা রেখে অবৈধ উপায়ে ঔষধ বিক্রি করতেন। শুধু তাই নয় তিনি সরকারের দেয়া বিনামূল্যে বিতরণের ঔষধও অনৈতিক উপায়ে দুর্নীতির মাধ্যমে এখানে বিক্রি করতেন। এ দোকানে ৪/৫ জন কর্মচারী রয়েছেন। যারা রামকৃৃষ্ণকে এসব অনৈতিক উপায়ে ঔষধ বিক্রি করে লাখ-লাখ টাকা উপার্জনে সহযোগিতা করছেন। শুধু তাই নয় এই দোকানের গোডাউনে রয়েছে আরো অনেক সরকারি ঔষধ। যা হাসপাতাল সিন্ডিকেটের মাধ্যমে হাতিয়ে নিয়ে তিনি ঐ দোকানে রেখে ব্যবসা পরিচালনা করতেন। এছাড়া রামকৃষ্ণ তার নামের ১ লাইসেন্সে প্রভাব খাটিয়ে ২ দোকান পরিচালনা করতেন বলেও অভিযোগ রয়েছে। হাসপাতাল ও স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করেই এই দোকানে তিনি গরম অসহনীয় ঔষধ ও অনৈতিক উপায়ে টিনের চালার নিচে রেখে ব্যবসা করে আসছেন।
এ ধরনের অভিযোগে অভিযান করছেন বলে সত্যতাও স্বীকার করেন অভিযানে আসা ঔষধ তত্ত্বাবধায়ক মৌসুমী আক্তার। তিনি বলেন, আমরা ৫ অভিযোগে এই দোকান কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে অর্থদ- দিয়েছি। সেই সাথে এই দোকানের মালিককে এভাবে ব্যবসা পরিচালনা অব্যাহত রাখলে কঠোর আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়ে দিয়েছি।
এ ব্যপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি মাহবুবুর রহমান জানান, এই দোকানে অবৈধ উপায় অবলম্বন করে সরকারি ঔষধ বিক্রি করা হচ্ছিলো। তাছাড়া তিনি ১ লাইসেন্সে ২ দোকান পরিচালনা করছিলো। তার উপর ওনার সেই লাইসেন্সের মেয়াদও উত্তীর্ণ। তিনি টিন শেড দোকানে গরম অসহনীয় ঔষধ রেখে পর্যন্ত বিক্রি করছিলো। যেসব ঔষধ মানুষ খেলে তা শরীরের জন্য ব্যাপক ক্ষতিকর।
তিনি আরো জানান, আমরা আজ এই দোকানের মালিককে সতর্ক করে ২০ হাজার টাকা অর্থদ- দিয়েছি। সেই সাথে প্রায় ২৫ হাজার টাকা সমমূল্যের বিভিন্ন আইটেমের সরকারি ঔষধ জব্দ করেছি। ওনাকে এই রকম অসাধু উপায় অবলম্বন করে ব্যবসা পরিচালনা না করার জন্য কঠোরভাবে নির্দেশনা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দিয়ে দেয়া হয়েছে।
এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসাইন ও আনসার ব্যাটেলিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
২৯ আগস্ট, ২০১৯।