স্টাফ রিপোর্টার
ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে হিন্দু সম্প্রদায়ের বিদ্যার্চনার সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায় বিশেষ করে শিক্ষার্থীরা বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে। বিগত বছরগুলোর মতো এবছরও হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা চাঁদপুর সরকারি কলেজের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। অগণিত শিক্ষক, শিক্ষার্থী ও ভক্তদের সমাগমে কলেজ প্রাঙ্গণ মুখরিত হয়েছিল। কলেজের শিক্ষার্থীরা বিদ্যা জ্ঞানের অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলী নিবেদন করে।
গতকাল রোববার পূজা চলাকালে চাঁদপুর সরকারি কলেজের পূজামন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মো. জিহাদুর কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, এনএসআই’র উপ-পরিচালক এবিএম ফারুক, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষ্মন চন্দ্র সুত্রধর।
চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ এস এম দেলওয়ার হোসেনের সভাপতিত্বে সরস্বতী পূজা অনুষ্ঠানে অতিথিরা বক্তব্য রাখেন।
এসময় জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, পূজার মধ্য দিয়ে মানুষ তার সর্বোচ্চ শ্রদ্ধা-ভালোবাসাটি দেখান। নিজেকে বিকশিত করতে ধর্ম আপনাকে স্বাধীনতা দিয়েছে। সাম্প্রদায়িকতার বাইরে এসে সবাইকে উৎসব পালন করতে হবে। সবাই মিলে এই সমাজটাকে অপসংস্কৃতি, কুসংস্কার ও অসাম্প্রদায়িকতা দূরে রাখবো।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অসিত বরণ দাশ, চাঁদপুর সরকারি কলেজে পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক উমেশ চন্দ্র লোথ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী, চাঁদপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. ওয়াহীদুজ্জামান, সাবেক সম্পাদক আলমগীর হোসেন বাহার, রামকৃষ্ণ আশ্রমের মহারাজ ব্রক্ষচারী সর্বচেতান্ত, কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রূপক রায়সহ চাঁদপুর সরকারি কলেজে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
- Home
- প্রথম পাতা
- চাঁদপুর সরকারি কলেজে সরস্বতী পূজা উদ্যাপন