চাঁদপুর সরকারি কলেজে ২য় আন্তঃবিভাগ বিতর্ক উৎসব ১৬-১৮ নভেম্বর

স্টাফ রিপোর্টার :
চাঁদপুর সরকারি কলেজের সাহিত্য ও সংস্কৃতি কমিটির আয়োজনে এবং চাঁদপুর সরকারি কলেজ ডিবেট ফোরাম (সিসিডিএফ) এর ব্যবস্থাপনায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তঃবিভাগ বিতর্ক উৎসব। দীর্ঘ ৬ বছর পর অর্থাৎ ২০১১ সালের ১ম আয়োজনের পর এবছর ২য়বারের মতো এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে।
‘বিপন্ন মানবতায় আজ, এসো গাই যুক্তির গান’ শ্লোগানে তিন দিনব্যাপী আয়োজিত এই উৎসবে কলেজের বিভিন্ন বিভাগের ১৪টি দল অংশগ্রহণ করবে। সংসদীয় ধারায় অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে আগামি ১৬ নভেম্বর। উদ্বোধন করবেন চাঁদপুর সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন। উৎসবের নলেজ পার্টনার হিসেবে কাজ করছে চাঁদপুর ডিবেট মুভমেন্ট (সিডিএম)।
প্রথমবারের মতো চাঁদপুর সংসদীয় ধারার ট্যাব পদ্ধতিতে টুর্নামেন্টভিত্তিক বিতর্ক উৎসবের বিচারক প্যানেলের প্রধান হিসেবে থাকবেন বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ) এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আলম রাসেল। ডেপুটি প্রধান বিচারক হিসেবে থাকবেন বিডিএফ’র সাবেক চট্টগ্রাম বিভাগী সমন্বয় কমিটির সদস্য সচিব এবং সিডিএম’র সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান পাটওয়ারী, বিডিএফ’র যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ডিবেট ফোরাম (এসডিএফ) এর সভাপতি সোহান মোহাইমিনুল, সিডিএম’র সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হাসান, বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ) এর সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মধু, বিডিএফ’র স্কুল অব ডিবেট সমন্বয়কারী এবং নটরডেম ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি আদিব রহমান ইথার, বিডিএফ’র কলেজ সম্পাদক নটর ডেম ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি ফারহান বিন লয়াকত।
উৎসবের ট্যাব ডিরেক্টর এবং উপ-প্রধান বিচারক হিসেবে থাকবেন বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ) এর ডেপুটি যুগ্ম-সাধারণ সম্পাদক সাবির নূর, সিডিএম’র সাবেক সভাপতি ও সিসিডিএফ সাবেক সাধারণ সম্পাদক নাজিয়া পিকসী, সিডিএম’র সাবেক সাধারণ সম্পাদক আছমা আঁখি এবং নটরডেম ডিবেটিং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. ইবনে এনায়েত। উৎসবের টুর্নামেন্ট ডিরেক্টর হিসেবে রয়েছেন সিসিডিএফ’র সহ-সভাপতি ভিভিয়ান ঘোষ, ডেপুটি ডিরেক্টর হিসেবে সিসিডিএফ’র কোষাধ্যক্ষ ফাতেমা আহমেদ তন্বী, যুগ্ম-সম্পাদক মৌসুমি সাহা, বিতর্ক সম্পাদক আবদুল্লাহ আল নোমান এবং প্রচার সম্পাদক সুব্রত দেবনাথ।
আগামি ১৮ নভেম্বর সকাল ৯টায় চাঁদপুর সরকারি কলেজ মিলনায়তনে উৎসবের সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি এমপি।
উৎসবের পার্টনার হিসেবে রয়েছে হোটেল গ্র্যান্ড হিলশা এবং পিক ডিজিটাল কমিউনিকেশন। সংসদীয় ধারার টুর্নামেন্টভিত্তিক এই উৎসবে বিতর্ক অনুরাগী ও আগ্রহী বিতার্কিকদের আমন্ত্রণ জানিয়েছে চাঁদপুর সরকারি কলেজের সাহিত্য ও সংস্কৃতি কমিটির আহ্বায়ক অধ্যাপক অসিত বরণ দাশ এবং চাঁদপুর সরকারি কলেজ ডিবেট ফোরাম (সিসিডিএফ) এর সভাপতি রাহাদ দেওয়ান এবং মাহজাবিন অধরা।