চাঁদপুর-হাইমচরের জনগণের স্নেহ-ভালোবাসাই আমার কাজের প্রেরণা জোগায়

লক্ষ্মীপুরে ডা. দীপু মনির নির্বাচনী গণসংযোগে

এস এম সোহেল
চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি নৌকা প্রতীকের সমর্থনে দিনব্যাপী উঠোন বৈঠক ও গণসংযোগ করেছেন। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন ৮নং ওয়ার্ড পীর বাদশা মিঞা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের সমাবেশ, লক্ষ্মীপুর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা মাঠের সমাবেশ, লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নারী সমাবেশ, কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের সমাবেশ, ২নং ওয়ার্ড জনকল্যাণ বাজার এলাকার মধ্য রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের সমাবেশ, রামদাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের সমাবেশ, কোটরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের সমাবেশ, ইব্রাহিমপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মধ্য সাখুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের সমাবেশ, পূর্ব সাখুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের সমাবেশ, রামপুর ইউনিয়নের মহামায়া বাজারে গণসংযোগ।
এ সময় দীপু মনি বক্তব্যে বলেন, এ ইউনিয়নের রাস্তা-ঘাট পাকা হয়েছে, মসজিদ মন্দিরের উন্নয়ন হয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ দেয়া হয়েছে, নদী ভাংতি মানুষের জন্য বসত ঘর, ব্রিজ ও কালভার্ট করা হয়েছে এ সব কিছু করা হয়েছে আপনাদের জীবনমান উন্নয়নের জন্য। শেখ হাসিনা সরকার থাকলেই সব উন্নয়ন সম্ভব।
তিনি আরো বলেন, আমার অন্য প্রার্থীদের মতো কোটি কোটি টাকা নেই। আমার সম্পদ আপনাদের স্নেহ, ভালবাসা, দোয়া ও আশীর্বাদ। আপনাদের এ স্নেহ ভালবাসাই আমাকে কাজের প্রেরণা জোগায়। যা কিছুর উন্নয়ন হয়েছে তার সব কিছুতে আপনাদের আবদান। কারণ আপনারা ভোট দিয়েছিলেন বলেই আমি এমপি হয়ে উন্নয়ন কাজগুলো করেছি।
তিনি শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার প্রসঙ্গে বলেন, আজকের বাংলাদেশের দৃশ্যমান সকল উন্নয়ন শেখ হাসিনার অবদান। আজকে নারীর ক্ষমতায়ন, নারীর ও শিশুর স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ, নারীর প্রতি সহিংসতা রোধ, জঙ্গিবাদরোধ, সকল ধর্মের লোকের সম্প্রীতির সাথে বসবাস নিশ্চিতকরণ।
তিনি বেগম জিয়া প্রসঙ্গে বলেন, বিএনপির লোকজন বলেন এবার ১টি ভোট দিলে আমাদের মা খালেদা জিয়া মুক্ত হবে। এতিমের টাকা আত্মসাতের কারণে তিনি আজ কারাগারে আছেন। আমাদের ধর্মের বিধিনিষেধ ও দেশের প্রচলিত আইনের বিধি অমান্য করছেন বলেই তিনি জেল খাটছেন। ওনাকে শেখ হাসিনা জেলে পাঠায় নাই, আগের সরকারের আমলের মামলায় ওনি জেল খাটছেন।
তিনি ভোট প্রসঙ্গে বলেন, আমাকে আরেকটিবার সুযোগ দিলে অসমাপ্ত কাজগুলো শেষ করার সুযোগ পাবো। সবার ঘরে ঘরে যাওয়া হয়তো এত অল্প সময়ে আমার পক্ষে হবে না। তাই প্রত্যেকে এক এক জন দীপু মনি হয়ে নৌকার পক্ষে ভোট চান।
এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিল্লাল আখন্দ, যুগ্ম সম্পাদক আহসান উল্লা আখন্দ, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল মুন্না, লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সেলিম খান, সাধারণ সম্পাদক আলী আরশাদ মিজি, সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মনা খান, ইব্রাহিমপুর ইউপির চেয়ারম্যান আলহাজ কাশেম খান, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাহিদা বেগম, সাধারন সম্পাদক নাহিদ সুলতানা রনি, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহানুর শাবনু, বিএনপি থেকে যোগদানকৃত ইব্রাহিমপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার সফিক আখন্দসহ লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।