বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের দ্বারপ্রান্তে আমরা আছি
—————– সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি
এস এম সোহেল :
চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় সরকারি বিভিন্ন বিভাগ ও অধিদপ্তরের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল রোববার দুপুর ২টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একসাথে চাঁদপুর সদর-হাইমচর নির্বাচনী আসনে ২৬টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সংক্ষিপ্ত আলোচনা এবং দোয়া ও মোনাজাত করা হয়।
উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলার স্বপ্ন নিয়ে আমাদের স্বাধিনতা এনে দিয়েছেন তা বাস্তবায়নের দ্বারপ্রান্তে আমরা আছি। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই সোনার বাংলা প্রতিষ্ঠান নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার হাতের ছোঁয়ায় সারাদেশে এখন উন্নয়নের জোয়ার বইছে। এসব উন্নয়ন এখন আপনাদের সামনে দৃশ্যমান। সারা দেশের মতো আমার নির্বাচনী এলাকা চাঁদপুরেও গত ১০ বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে। এখনে প্রতিটি গ্রাম পর্যায়ের রাস্তাঘাট, স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দিরসহ অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে।
তিনি আরো বলেন, মানুষ এখন উন্নয়ন চায়। তারা আর সন্ত্রাস, জঙ্গিবাদ, লুটপাট আর দুর্নীতি চায় না। তারা উন্নত জীবন-যাপন করতে চাই। তাই যারা দেশের সম্পদ লুট করে, মানুষ পুড়িয়ে মারে তাদের সব ষড়যন্ত্র মোকাবেলা করে আগামি নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
ডা. দীপু মনি আরো বলেন, যখন যা চেয়েছি সরকারের সামর্থ অনুযায়ী পেয়েছি। এ সরকারের উন্নয়ন দৃশ্যমান শেখ হাসিনার আমলেই ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। নৌকায় ভোট দিয়েছেন বলেই দৃশ্যমান উন্নয়ন দেখছেন। আশাকরি আগামি নির্বাচনেও নৌকাকে বিজয়ী করে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। প্রতিটি শিক্ষার্থীর জন্য কম্পিউটার শিক্ষার ব্যবস্থা করা হবে। আমার এলাকার অনেক শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব আছে। নির্বাচনের আগের প্রতিশ্রুতিগুলো পূরণে গত ৫ বছর চেষ্টা করেছি। আশা করি প্রতিশ্রুতির চাইতেও বেশি কাজ হয়েছে। আর তা’ সম্ভব হয়েছে নৌকায় ভোট দেয়ায়।
জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, চাঁদপর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ খান বাদল, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, শেখ মো. মোতালেব, বর্তমান সভাপতি আতাউর রহমান পারভেজসহ সুধীজন।
এর আগে ডা. দীপু মনি এমপি সদর উপজেলার বালিয়া ইউনিয়নে বালিয়া ইউনিয়নের সাপদী আবেদীয়া জলিলীয়া মহিলা মাদ্রাসার চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণের সূচনা করা হয়, ফরাক্কাবাদ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। চান্দ্রা ইউনিয়নে গাজীপুর (হরিপুর) দারুচ্ছুন্নাত নেছারিয়া ফাযিল মাদ্রাসার চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এছাড়াও বাগাদী ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী, বালিয়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম মিয়াজী, বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রফিউল্লা পাটওয়ারী।
- Home
- প্রথম পাতা
- চাঁদপুর-৩ আসনে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন