চাঁদপুর-৪ আসনে বিএনপির এমএ হান্নানের মনোনয়ন পত্র বৈধ

স্টাফ রিপোর্টার
আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ এম এ হান্নানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। গত রোববার বিকাল ৫টার দিকে রিটার্নিং কর্মকর্তা মো. মাজেদুর রহমান খান ঐ মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
উল্লেখ্য রোববার দুপুর দেড়টার দিকে চাঁদপুর-৪ আসনের মনোনয়নপত্র যাচাই-বাচাই শুরু হয়। যাচাই-বাচাই শেষে বিএনপির প্রার্থী এমএ হান্নানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
এদিকে মনোনয়নপত্র বৈধ ঘোষনার পর এক প্রতিক্রিয়ায় আলহাজ এম এ হান্নান মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে ফরিদগঞ্জে ধানের শীষের বিজয় নিশ্চিতের জন্য আহ্বান জানাচ্ছি।
এম এ হান্নানের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করে আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেন ফরিদগঞ্জের সাবেক পৌর মেয়র বিএনপি নেতা মঞ্জিল হোসেন (ভিপি মঞ্জিল), ফরিদগঞ্জ বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান দুলাল, সাবেক ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম চৌধুরী, অ্যাড. মাসুম, বিএনপি নেতা আবু ছালেহ খসরু মোল্লা, নজরুল ইসলাম, আলমগীর হোসেন, জামাল হোসেন প্রমুখ।