চান্দ্রায় প্রিমিয়ার ফুটবল লীগ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

আল আমিন ছৈয়াল
‘সমাজ গড়ার গড়বো দেশ, স্বেচ্ছাসেবীর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলা চান্দ্রা ইউনিয়ন মাদক, বাল্য বিবাহ ও জঙ্গিবাদ বিরোধী চান্দ্রা প্রিমিয়ার ফুটবল লীগের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুন) বিকাল ৩টা চান্দ্রা হাইস্কুল মাঠে উদ্বোধনী বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী।
মো. আকবর পাটওয়ারীর সভাপতিত্বে এবং ইজাজ মাহমুদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চান্দ্রা ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সোহরাব হোসেন রিপন পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবু ইউসুফ শেখ, সাংগঠনিক সম্পাদক মো. আবুল হাসানাত মুকুট চৌধুরী, চান্দ্রা হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আওলাদ হোসেন, শিক্ষক খলিলুর রহমান, সুলতান মাহমুদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ, এনায়েত বেপারী, রুপম পাটওয়ারী, মিন্টু জমাদারসহ আরো অনেকে খেলায় অংশনেন ৪নং ওয়ার্ড বনাম ৮নং ওয়ার্ড একাদশ স্পোর্টিং ক্লাব। খেলায় রেপারীর দায়িত্ব পালন করেন সাব্বির আহমেদ আয়োজনে চান্দ্রা যুব সমাজ কল্যাণ সংঘ।

০৬ জুন, ২০২১।