
মোহনপুর আশ্রয়কেন্দ্র নির্মাণ কাজ পরিদর্শন
মনিরুল ইসলাম মনির :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলেই দেশে শিক্ষাসহ সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি রেজিস্টার্ড ও কমিউনিটি মিলিয়ে ২৬ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয় সরকারি করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও স্বাধীনতার পর ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছিলেন। বঙ্গবন্ধুর নীতির আলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সাহসী উদ্যোগ গ্রহণ করেছেন। আওয়ামী লীগ ছাড়া অন্য কোন সরকার দেশে এ ধরনের কোন উদ্যোগ নেয়নি। গতকাল সোমবার বিকেলে মতলব উত্তর উপজেলার মোহনপুর আলী আহমদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র নির্মাণ কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, দেশে প্রায় চার হাজার আশ্রয়কেন্দ্র রয়েছে। যেখানে ঘূর্ণিঝড়, জলোচ্ছাস, বন্যাসহ যে কোন দুর্যোগে মানুষ আশ্রয় গ্রহণ করে থাকে। এর বাইরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি অবকাঠামোতেও মানুষ দুর্যোগকালে আশ্রয় গ্রহণ করে থাকে। উপকূলীয় জলোচ্ছ্বাসের জন্য এক সময় ১৩টি জেলাকে ঝুঁকিপূর্ণ মনে করা হতো। এখন এর পরিধি ১৯টিতে দাঁড়িয়েছে। বন্যাপ্রবণ জেলার সংখ্যাও ৩২টিতে উপনীত হয়েছে। এসব বিবেচনায় দেশের মানুষের জানমাল রক্ষায় আরও আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কমপ্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম (সিডিএমপি) এর গবেষণায় টেকসই দুর্যোগ ব্যবস্থাপনার জন্য সাড়ে ছয় হাজার আশ্রয়কেন্দ্রের কথা বলা হয়েছে।
মন্ত্রী আরো বলেন, কমপ্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম (সিডিএমপি) গবেষণার আলোকে ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় সাড়ে ছয় হাজার আশ্রয়কেন্দ্রে উপনীত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বন্যা ও ঘূর্ণিঝড়ের সময় মেঘনা নদীর চর এলাকার মানুষদের আশ্রয়ের উদ্দেশে এটি নির্মাণ করা হচ্ছে। নির্মাণকাজ দ্রুত শেষ করার জন্য ঠিকাদারকে তাগিদ দেন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম-সচিব আমিনুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ, ছেংগারচর পৌর মেয়র আলহাজ রফিকুল আলম জজ, মতলব উত্তর ইউএনও শারমিন আক্তার, মতলব দক্ষিণ ইউএনও মো. শহিদুল ইসলাম, মতলব উত্তর থানার ওসি আনোয়ারুল হক কামাল, মতলব দক্ষিণ থানার ওসি মো. কুতুব উদ্দিন, চাঁদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হাওলাদার, জেলা পরিষদ সদস্য মিনহাজ উদ্দিন খান, দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনসুর আহমদ, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি রহমত উল্লাহ সরকার লিখন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ প্রমুখ।