স্টাফ রিপোর্টার
চিকিৎসার ফলোআপের জন্য ফের ভারত যাচ্ছেন বিশিষ্ট গবেষক, সাংবাদিক ও প্রাবন্ধিক এসএম আনওয়ারুল করীম। তিনি আজ সোমবার (২০ নভেম্বর) দুপুরে বিমানযোগে ভারতের মুম্বাইর উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন।
এর আগে দৈনিক ইল্শেপাড়ের ভারপ্রাপ্ত সম্পাদক, চাঁদপুর প্রেসক্লাবের সম্মানিত সদস্য ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ এসএম আনওয়ারুল করীম দীর্ঘ সাড়ে তিন মাসের চিকিৎসাশেষে গত আগস্ট মাসের শেষের দিকে দেশে ফেরেন। লিভার ক্যান্সার শনাক্ত হওয়ার পর তিনি প্রথমত ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি) হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ভারতের মুম্বাইস্থ টাটা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন। সেখানে দীর্ঘ চিকিৎসাগ্রহণ ও নির্দেশনা নিয়ে দেশে আসেন। এখন পুনরায় তিনি ফলোআপের জন্য ভারত গমন করছেন।
শারীরিক অসুস্থতা ও সময় স্বল্পতার কারণে তিনি সকল আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধব ও শুভাকাক্সক্ষীর কাছে বলে ও দেখা করে যেতে পারেননি বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন। একই সাথে যারা অতীতে তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নিয়ে সাহস যুগিয়েছেন এবং আন্তরিকভাবে দোয়া করেছেন, তিনি তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
২০ নভেম্বর, ২০২৩।