চিকিৎসা শেষে লক্ষ্মী রানী দাস এখন সুস্থ

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রোটা. লক্ষ্মী রানী দাস তারা সুস্থ হয়ে ঢাকা বোনের বাসায় অবস্থান করছেন। তিনি ভারতের দিল্লির ম্যাক্স হাসপাতালে বিশেষজ্ঞ ৪ জন চিকিৎসক ডা. বণিক, ডা. আল অলি, ডা. রিপিন গুপ্তা ও ডা. প্রশান্ত এর চিকিৎসাধীন ছিলেন। গত ৪ জানুয়ারি তিনি ভারত থেকে ঢাকায় এসেছেন।
এদিকে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, লক্ষী রানী দাস তারাকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে নীবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ। ঢাকায় বোনের বাসায় সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন। তাঁর পরিবারের পক্ষ থেকে লক্ষী রানী দাস তারার জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।