স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. রাশেদ মজুমদারের দাফন সম্পন্ন হয়েছে। গত ১৫ আগস্ট বাদ এশা শহরের শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে বাসস্ট্যান্ড পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।
রাশেদ মজুমদার গত বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টায় শহরের আদালত পাড়াস্থ মজুমদার বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি………রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৩২ বছর। মৃত্যুকালে তিনি বাবা, মা, ভাই, স্ত্রী ও ১ সন্তানসহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব রেখে যান।
তার মৃত্যুর খবর শহরে ছড়িয়ে পড়ার সাথে সাথে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে এক নজর দেখার জন্য বাড়িতে ছুটে যান।
উল্লেখ্য, ৩ মাস আগে ঢাকা পিজি হাসপাতালে রাশেদ মজুমদারের লিভার টিউমার ধরা পড়ে। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের টাটা হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসা দিয়ে বাংলাদেশে প্রেরণ করা হয়।
রাশেদ মজুমদার শহরের আদালত পাড়ার বাসিন্দা আবুল হোসেন মজুমদারের ২য় ছেলে।
২০ আগস্ট, ২০১৯।