মতলব উত্তর ব্যুরো
পিআইচপি কোরআনের আলো’র চেয়ারম্যান হাফেজ মাও. আবু ইউসুফের অর্থায়নে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার বিভিন্ন মসজিদের ৩০ জন ইমামকে ঈদ সামগ্রী প্রদান করা হয়। গত সোমবার সকালে ছেংগারচর পৌরসভার আন নূর ইসলামিয়া মাদরাসায় ছেংগারচর পৌরসভার বিভিন্ন মসজিদের ৩০জন ইমামকে ঈদ সামগ্রী বিতরণ করেন পিআইচপি কোরআনের আলো’র চাঁদপুর জেলা প্রতিনিধি ক্বারী মাও. এইচএম মাইনুদ্দীন খান ইসলামাবাদী।
এ সময় উপস্থিত ছিলেন মাও. আবদুল কুদ্দুস, মাও. ইসমাঈল হোসেন, মাও. কাউসার বিন আলী, মাও. ইব্রাহিম খলিল সালেহী, মুফতি ফয়জুল্লাহসহ অন্যান্য আলেম। দোয়া পরিচালনা করেন মাও. ইহফাজুর রহমান।
এসময় পিআইচপি কোরআনের আলো’র চাঁদপুর জেলা প্রতিনিধি ক্বারী মাও. এইচএম মাইনুদ্দীন খান ইসলামাবাদী বলেন, করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। অপরদিকে মাহে রমজান, সামনে ঈদুল ফিতর সব মিলিয়ে আমাদের সমাজের আলেমরা আর্থিকভাবে দুরাবস্থায় রয়েছে। এ সময় পিএইচপি কোরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাও. আবু ইউসুফ আলেমদের কথা চিন্তা করে তাঁদের পাশে এসে দাঁড়িয়েছেন। সেজন্য আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। আলেম সমাজ ও দ্বীনের খেদমতে তাঁর এ সহায়তা সব সময় অব্যাহত রাখবে এটাই কামনা করছি।
২০ মে, ২০২০।